নির্ধারিত পোশাক ছাড়া আইনজীবীদের আদালতে ঢুকতে নিষেধাজ্ঞা
আইনজীবী সহকারী সমিতির পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে অ্যাডভোকেট ক্লার্কদের আদালত অঙ্গনে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।
সুপ্রিমকোর্টের জারি করা এক সার্কুলারে সুপ্রিমকোর্ট আইনজীবী সহকারী সমিতির পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান না করলে অ্যাডভোকেট ক্লার্কদের সুপ্রিমকোর্ট অঙ্গনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন।
সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিমকোর্ট আইনজীবী সহকারী সমিতির ইস্যু করা পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করার জন্য অ্যাডভোকেট ক্লার্কদের বার বার নির্দেশ দেয়া সত্ত্বেও তাদের অধিকাংশ ক্লার্ক এ নির্দেশ পালন করছেন না। ১৭ নভেম্বর থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সহকারী সমিতির ইস্যু করা পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান ছাড়া সুপ্রিমকোর্ট অঙ্গন ও শাখাগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। এ নির্দেশনা যেন কার্যকর হয়, সেজন্য কোর্ট অফিসার, কোর্ট কিপার ও সুপারিনটেনডেন্টদেরকে তা নজরদারির নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও দেশের প্রতিটি আইনজীবী সমিতির শিক্ষানবীশ আইনজীবদের পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে আদালত অঙ্গনে প্রবেশ বাধ্যতামূলক করেছে। ঢাকা আইনজীবী সমিতি,কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে সরেজমিন দেখা গেছে বার নেতারা প্রতিদিন এ বিষয়টি মনিটরিং করছেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, দেশের প্রতিটি আইনজীবী সমিতির জন্য শিক্ষানবীশ আইনজীবীদের পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে আদালত অঙ্গনে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। বারগুলোতে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দালালমুক্ত করতেই এ পদক্ষেপ নিয়েছে বার কাউন্সিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন