নির্ধারিত সময়ে ইইউ ত্যাগ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর শঙ্কা
ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে প্রত্যাশিত সময় ২০১৯ সালের মধ্যে বেরিয়ে যেতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী থেরেসা মে। বুধবার ব্রিটেনের হাউজ অব কমন্সে দেয়া এক বক্তৃতায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেছেন।
থেরেসা মে বলেন, ইউরোপীয় ইউনিয়নের আর্টিকেল ৫০ অনুযায়ী ইইউ ত্যাগের আলোচনার জন্য বেঁধে দেয়া দুই বছরের সময় ছাড়িয়ে যেতে পারে। ওই আর্টিকেল অনুযায়ী ইইউ থেকে বেরিয়ে যেতে ব্রিটেনকে সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ইইউ ত্যাগে আলোচনার ধরন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে থেরেসা মে বলেন, এ প্রক্রিয়া দুই বছরে বেশি সময় প্রয়োজন হতে পারে।
ইইউ পন্থী সাংসদ টরি এমপি কেন ক্লার্কের এক প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, দুই বছরের সময়সীমা বেঁধে দেয়া হলেও একটি দীর্ঘায়িত আলোচনা হতে যাচ্ছে।
প্রশ্নোত্তর পর্বের পর প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, ব্রেক্সিট ইস্যুতে বর্ধিত আলোচনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো রাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত আলোচনা হয়নি। তবে ইইউ রাষ্ট্রগুলো কোনো আপত্তি না জানালে আলোচনার সময় বৃদ্ধি হতে পারে।
এর আগে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছিলেন, আগামী বছর মার্চেই আনুষ্ঠানিকভাবে ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করবে তার দেশ। উল্লেখ্য, চলতি বছরের ২৩ জুন এক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দেন ব্রিটিশরা। এর জেরে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদ ত্যাগ করেন। পরে থেরেসা মে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন