নির্বাচকদের আশা: তাসকিন-সানিকে পাওয়া যাবে

আফগানিস্তানের বিপক্ষে পেসার তাসকিন আহমেদকে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। শনিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল ইউনুস বলেন, ‘১৪ দিনের মধ্যেই রেজাল্ট আসার কথা। নির্বাচকরা আশা করছে তাসকিন-সানির ইতিবাচক ফলাফলই আসবে। সেজন্য তাদের দলে রাখা হয়েছে।’
এদিকে আফগানদের বিপক্ষে সবগুলো ম্যাচই দিবা-রাত্রির হবে এমনটি উল্লেখ করে জালাল ইউনুস বলেন, ‘আফগানদের বিপক্ষে সবগুলো ম্যাচই দিবা-রাত্রির হবে। দুপুর আড়াইটা থেকে ম্যাচ শুরু হবে।’
নিরাপত্তা নিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা এবার কঠিনই হবে। ভালোভাবে চেকিং হবে। তাছাড়া স্টেডিয়ামের প্যারামিটারে ফিজিক্যাল চেকটা করা হবে।’
উল্লেখ্য, আগামী বুধবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। একই ভেন্যুতে আগামী ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত হবে শেষ দুটি ম্যাচ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন