নির্বাচক ও ফ্র্যাঞ্চাইজির দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে আশরাফুলকে
তিন বছরের নিষেধাজ্ঞা শেষে মুক্তি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। এখন ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনও বাধা নেই তার। তবে বিপিএল ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলেও সেখানে খেলতে পারবেন না তিনি। অন্যদিকে লংগার ভার্সনের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তার খেলার বিষয়টি নির্ভর করছে জাতীয় দলের নির্বাচক ও ফ্র্যাঞ্চাইজিদের ওপর। আজ মিরপুরে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
টুর্নামেন্ট কমিটির বৈঠক শেষে আকরাম খান বলেন, আশরাফুল ২০১৮ সালের পর বিপিএল খেলতে পারবে। দেশের বাইরে প্রথম শ্রেণির ম্যাচও ২০১৮ সালের পর খেলতে পারবে। আর বিসিএল-এ এনসিএল-এর সেরা পারফর্মাররা খেলে থাকে। সে হিসেবে আশরাফুলকে যদি বিসিএল-এর ফ্র্যাঞ্চাইজি ও নির্বাচকরা চায় তাহলে তিনি খেলতে পারবেন। এছাড়া ফিটনেসেরও ব্যাপার আছে।
তিনি আরও বলেন, এই বিসিএল-এ জাতীয় দলের বেশির ভাগ সদস্যই খেলতে পারবে। তবে ইংল্যান্ড সিরিজের কারণে হয়তো সবাই পুরোটা খেলতে পারবে না। ওয়ানডে সিরিজের সময় যারা দলের বাইরে থাকত তারা বিসিএল খেলতে পারবে। আবার টেস্ট সিরিজের সময় যারা বাইরে থাকবে তারাও বিসিএল খেলতে পারবে।
আকরাম খান আরও যোগ করেন, এবারের বিসিএল ঢাকা ও চট্টগ্রামে আয়োজন হতে পারে। যেহেতু বিসিএল আমাদের সেরা ঘরোয়া ক্রিকেট, সেহেতু এটা আমরা সেরা ভেন্যুগুলোতেই আয়োজন করতে চাই। গ্রাউন্ডস কমিটির সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন