নির্বাচনী সহিংসতায় পটুয়্খাালীতে নিহত ১
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী সতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গির উল্লার সমর্থকদের হামলায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সামসুল হক ফকিরের চাচাতো ভাই আশ্রাফ ফকির (৪৫) নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে আদাবাড়ীয়া গ্রামে হামলায় গুরুত্বর আহত আশ্রাফকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর রাত ১১টার দিকে তিনি মারা যান।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সামসুল হক ফকিরের চাচাতো ভাই আশ্রাফ ফকির তার দলবল নিয়ে দলের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান জাহাঙ্গির উল্লাহর সমর্থক ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সিদ্দিক মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ওই বাড়ির বসতঘর ভাংচুর করে। সিদ্দিক মোল্লা তাদের প্রতিহত করার চেষ্টা করলে হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় ওই বাড়ির নারী-পুরুষ একত্রিত হয়ে হামলাকারীদের উপর আক্রমন করে। এতে আশ্রাফ ফকির গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, নির্বাচনী সহিংসতায় বাউফলের আদাবাড়ীয়ায় প্রতিপক্ষের হামলায় আশ্রাফ নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। সিদ্দিক নামে আরেক ব্যক্তি আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
আমতলীতে তৃতীয়বার মেয়র হলেন মতিয়ার রহমান
বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
বরগুনায় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলার ঘুটাবাছা এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৩টিবিস্তারিত পড়ুন
পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে হাসান
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা উসিলা আর উপলক্ষে নির্বাচনীবিস্তারিত পড়ুন