নির্বাচনের জন্য চূড়ান্ত হয়েছেন জনপ্রিয় খল অভিনেতা ইলিয়াস কোবরা

ফেরদৌসের পরিবর্তে ওমর সানির প্যানেলে সেক্রেটারি পদে নির্বাচনের জন্য চূড়ান্ত হয়েছেন একসময়ের জনপ্রিয় খল অভিনেতা ইলিয়াস কোবরা। এই তথ্য ইলিয়াস কোবরা নিজেই নিশ্চিত করেছেন।
ইলিয়াস কোবরা বলেন, চিত্রনায়িকা মৌসুমির বাসায় মিটিং হয়েছে। এখানেই ঠিক হয়েছে প্যানেল। ওমর সানিকে সভাপতি করেই আমরা প্যানেল ঘোষণা করেছি। আমি আছি সাধারন সম্পাদক পদে। আর ফেরদৌস আমাদের সহ সভাপতি কিংবা গুরুত্বপূর্ণ কোনো পদে নির্বাচন করবেন।
তবে অন্যান্য পদ এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানান তিনি। এ বিষয়ে অভিনেতা ওমর সানি বললেন, এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঠিক করা হয়নি। তবে চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এফডিসিতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। আমরা চেষ্টা করছি শক্তিশালী প্যানেল করতে। চটকদারি কথায় নয়, অভিজ্ঞতা ও কাজ করার ক্ষমতা দেখেই শিল্পীরা তাদের যোগ্য কমিটি তৈরি করবেন বলে আমার বিশ্বাস।
এর আগে ইলিয়াস কোবরা ২০০০ সালে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে ২০০৪ সালে প্রয়াত নায়ক মান্নার বিপরীতে শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেক্রেটারি পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।
এদিকে নির্বাচন জমিয়ে তোলেছে মিশা-জায়েদ প্যানেল। এই প্যানেলকে এরইমধ্যে সমর্থন দিয়েছেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, এটিএম শামসুজ্জামান, ওয়াসিম, রোজিনা, অঞ্জনা, জাভেদ, রিয়াজ, পূর্ণিমা, পপি, বাপ্পারাজ, সাইমন, রুবেল, ডিপজলের মতো তারকারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন