নির্বাচনে কেউ হারেনি, জিতেছে গণতন্ত্র :ওবায়দুল কাদের
ড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে কোনো দলই হারেনি। এ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের জয় হয়েছে।
আজ শুক্রবার সকালে ফেনীর মহিপালে নির্মাণাধীন ছয় লেনবিশিষ্ট ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) আমিরুল ইসলামসহ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জ্যেষ্ঠ কর্মকর্তারা।
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে কেউ হারেনি। বিজয়ী হয়েছে গণতন্ত্র। আমি এ দিক থেকে বলব যে, এখানে প্রথম একটা দলীয় প্রতীকে নির্বাচন এবং তা-ও বহু দিন পর দুটি বড় দল মুখোমুখি। আওয়ামী লীগ এবং বিএনপি। আশঙ্কা ছিল, অনেক রক্তপাত হবে। অনেক সংঘাত হবে। অনেক সন্ত্রাস হবে। কিন্তু তুলনামূলকভাবে সংঘাত, সহিংসতা… অনেক কম।’
‘আমি বিএনপিকে এখানে ধন্যবাদ জানাব। ধন্যবাদ জানাব যে, বহুদিন পর পাঁচ জানুয়ারির নির্বাচনে তারা অংশগ্রহণ করলে তাদের আজকে এত হতাশার আবর্তে নিমজ্জিত হতে হতো না’, যোগ করেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রথম স্তরের কাজ আগামী ১৫ দিনের মধ্যে শেষ হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, চলতি বছরের মে মাসের দিকে চার লেনের কাজের উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন