নির্বাচনে থাকছে না চুড়ি, ফ্রক, পুতুল, ভ্যানিটি ব্যাগ প্রতীক
সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে ব্যবহৃত চুড়ি, ফ্রক,পুতুল প্রতীক বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। ওই দুই স্থানীয় সরকার নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত আসনে এসব প্রতীক ব্যবহার করে নির্বাচন কমিশন।
চলতি বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনেই এসব প্রতীক আর ব্যবহৃত হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
কমিশনসূত্র জানায়, এরই মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের নারী প্রার্থীদের জন্য চুড়ি, ফ্রক, পুতুল, ভ্যানিটি ব্যাগ প্রতীকগুলো বাদ দিয়ে নতুন ১০টি প্রতীক নির্ধারণ করা হয়েছে। সংশোধিত ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা খসড়া বিধিমালায় নারীদের জন্য ১০টি নতুন প্রতীক সংরক্ষণ করা হয়েছে। এগুলো হচ্ছে- হেলিকপ্টার, ক্যামেরা, বই, কলম, তালগাছ, মাইক, জিরাফ, কলস, বক ও সূর্যমুখী ফুল।
সর্বশেষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নারী প্রার্থীদের প্রতীকের মধ্যে ছিল- ক্যামেরা, টিয়াপাখি, টেলিভিশন, পদ্ম ফুল, ফ্ল্যাক্স, বৈদ্যুতিক বাল্ব, সেলাই মেশিন ইত্যাদি। এ ছাড়া পৌর নির্বাচন ও এর আগে সিটি করপোরেশন নির্বাচনে নারী প্রার্থীদের জন্য চুড়ি, ফ্রক, পুতুল, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন। তখন নারী নেত্রীসহ সমাজের সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং আপত্তি ও প্রতিবাদ জানানো হয়। তাই কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিধিতে নতুন প্রতীক সংযোজন করেছে। আগামী মার্চ থেকে এ নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, ‘সংরক্ষিত নারী পদের কিছু কিছু প্রতীক নিয়ে অনেকে দ্বিমত প্রকাশ করেছেন। তাই এবার যে প্রতীকগুলো নিয়ে আপত্তি ছিল সেগুলো বাদ দিয়ে নতুন প্রতীক দেওয়ার চিন্তা করছে কমিশন।’
এ ছাড়া খসড়া বিধিমালায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ৪০টি প্রতীকের বাইরে স্বতন্ত্র পদের চেয়ারম্যান পদপ্রার্থীদের জন্য ১০টি প্রতীক-অটোরিকশা, আনারস, ঘোড়া, টেবিল ফ্যান, ঢোল, টেলিফোন, ক্যালকুলেটর, দুটি পাতা, মোটরসাইকেল, রজনীগন্ধা ফুল এবং সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থীদের জন্য ১২টি প্রতীক- আপেল, ক্রিকেট ব্যাট, ঘুড়ি, টিউবওয়েল, পানির পাম্প, ফুটবল, ফুলের টব, ভ্যান গাড়ি, বৈদ্যুতিক পাখা, মোরগ, লাটিম ও তালা প্রতীক রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন