নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জায়েদ খান

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ শিল্পী সমিতি’র নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। আসন্ন এই নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন এই অভিনেতা।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘সিনিয়র গুণীশিল্পীদের পরামর্শে এবার শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করব। দেশে বর্তমানে ভিনদেশি চলচ্চিত্র মুক্তি দেয়া হচ্ছে। এ নিয়ে আমরা আন্দোলন করেছি কিন্তু কোনো ফল পাইনি। আমি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে এ বিষয়গুলোর প্রতি আরো জোড় দিব।’
আগামী বছরের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হবে শিল্পী সমিতির বর্তমান কমিটির। এরপরই ৯০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক এই নির্বাচন নিয়ে ইতোমধ্যেই জায়েদ খান ছাড়াও সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ বছর সভাপতি পদে খল অভিনেতা মিজু আহমেদ, চিত্রনায়ক ওমর সানি ও চিত্রনায়ক রুবেল প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অমিত হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানা গেছে।
জায়েদ খান বর্তমানে গুণী নির্মাতা মালেক আফসারির ‘অন্তর জ্বালা’ শিরোনামের সিনেমার শুটিং করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি।
বেশ কিছু সিনেমায় সহ-নায়ক হিসেবে অভিনয় করলেও জায়েদের ভাগ্যের চাকা ঘুরে ২০১২ সালে। সে বছর মুক্তি পায় বাংলা ভাই শিরোনামের সিনেমাটি। এতে জায়েদ খানকে মূল ভূমিকায় দেখা যায়। আর এই সিনেমাটিতে তার প্রাণবন্ত উপস্থিতি ক্যারিয়ারে নতুন মোড় তৈরি করে।
জায়েদ খান অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- তোকে ভালোবাসতেই হবে, প্রেম করবো তোমার সাথে, আত্মগোপন, জমিদার বাড়ির মেয়ে, পাপের প্রায়শ্চিত্ত, মন ছুঁযেছে মন, রিক্সাওয়ালার ছেলে এবং কাজের ছেলে প্রভৃতি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন