নির্বাচন কমিশনের ১০ কর্মকর্তাকে গুলির হুমকি
মোবাইল ফোনে চাঁদা চেয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের ১০ কর্মকর্তাকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদার টাকা না দিলে ওই কর্মকর্তাদের গুলি করার হুমকি দেওয়া হয়।
সোমবার সকালে এ হুমকি দেওয়া হয় বলে কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার উপসচিব আসাদুজ্জামান আরজু জানান।
তিনি বলেন, সকালে ০১৯৯১৭৬০৭১৭ নম্বর থেকে দুজন ফোন করে সচিবালয়ের অতিরিক্ত সচিব মোকলেসুর রহমান, যুগ্ম সচিব, উপসচিব ও সহকারী সচিব পর্যায়ের ১০ কর্মকর্তাকে হুমকি দেয়। দুজনের মধ্যে একজন পেটকাটা বাবু ও অপরজন শীর্ষ সন্ত্রাসী শাহাদাত হিসেবে নিজেদের পরিচয় দেয়।
উপসচিব আসাদুজ্জামান আরো জানান, সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে ১০ কর্মকর্তার মোবাইলে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে তিনি জানান।
এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস জানান, এ ধরনের কোন অভিযোগ বা জিডি করতে কেউ এখনও আসেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন