রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্বাচন কমিশন গঠনে যাঁদের নাম জমা দিয়েছে আওয়ামী লীগ

নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে পাঁচজনের নাম জমা দিয়েছে আওয়ামী লীগ। দলটির বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ সচিবালয়ে গিয়ে এ তালিকা জমা দেন।

দলীয় সূত্র জানায়, নির্বাচন কমিশনের জন্য আওয়ামী লীগের প্রস্তাবিত পাঁচজন হলেন- সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, সাবেক সচিব আবদুল করিম, মঞ্জুর হোসেন ও সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম।

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৫টি রাজনৈতিক দল। আজ মন্ত্রিপরিষদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

নাম জমা না দেওয়া দলগুলো হলো- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জেএসডি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ ও গণফোরাম।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘সার্চ কমিটির উচিত যোগ্য লোকটিকে খঁজে নেওয়া। আমরা মনে করি যদি কোনো বিতর্কিত লোক আসে সেটার দায় সার্চ কমিটির, দলের নয়। আর যদি সততা ও কর্মদক্ষতায় যোগ্য কাউকে নিয়ে আসেন তাহলে সে সফলতাও তাদের।’

একই অভিমত ব্যক্ত করেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রবসহ অন্যান্য দলের নেতারা।

বিএনপির পক্ষ থেকে যাঁদের নাম প্রস্তাব করা হয়েছে, তাঁদের মধ্যে সম্ভাব্য ব্যক্তিরা হলেন- ড. তোফায়েল আহমেদ, সালেহউদ্দিন আহম্মেদ, তাসকিম এ রহমান, সাবেক সচিব আসাফউদ্দৌলা ও আইনজীবী শাহদীন মালিক।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার বেলা সোয়া ১২টার দিকে পাঁচ সদস্যের একটি নামের তালিকা জমা দেন।

সময় শেষে অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি মোট ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি ওই ৩১টি দলের কাছে নির্বাচন কমিশন গঠনে নামের তালিকা চেয়ে চিঠি দেয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ২৫টি দল সচিবালয়ে এসে নামের তালিকা জমা দিয়েছে। আমরা এগুলো সার্চ কমিটির কাছে পৌঁছে দেব।’

পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, ২৫টি রাজনৈতিক দল ১২৫ জনের নাম প্রস্তাব করেছে। এঁদের মধ্যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। এঁদের কারো নাম এখন প্রকাশ করা হবে না।

গত ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে চেয়ারম্যান করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, মহা-হিসাব নিরীক্ষক মাসুদ আহমেদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিরীণ আখতার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ