নির্বাচন করাতে কি যুক্তরাষ্ট্র থেকে পুলিশ আনা হবে? প্রশ্ন মমতার
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হওয়ার অভিযোগের কারণে বৃহস্পতিবারই নির্বাচনের আগেই ডিএম, এসপি, থানার অফিসার-ইন-চার্জসহ রাজ্যটির ৩৭ জন কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছিল ভারতের নির্বাচন কমিশন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে উঠেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়।
২৪ ঘন্টা কাটতে না কাটতেই এবার নির্বাচন কমিশনকে এক হাত নিলেন মমতা। শুক্রবার জলপাইগুড়ির রাজগঞ্জে বিধানসভা কেন্দ্রে একটি নির্বাচনী প্রচারণা থেকে কমিশনের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন বাংলার নির্বাচনে যদি বাংলার পুলিশ কাজ করতে না পারে তবে দিল্লি নির্বাচনের সময় সেখানকার পুলিশদেরও কাজ করতে দেওয়া যাবে না। মমতার প্রশ্ন তখন কি তাহলে যুক্তরাষ্ট্র থেকে পুলিশ নিয়ে আসা হবে?
এদিন প্রচারণার শুরু থেকেই কমিশন ও বিরোধীদের বিরুদ্ধে একের পর গোলা ছুড়তে থাকেন তৃণমূল নেত্রী। মমতা বলেন ‘এরাজ্যে একটা নির্বাচিত সরকার আছে আর দিল্লি এমন ব্যবহার করছে যেন এরাজ্যে জরুরী অবস্থা জারি হয়ে গেছে।
বিরোধীদের উদ্যেশ্যে মমতা বলেন তোমরাই বলো বাংলায় যদি বাংলার পুলিশকে দিয়ে নির্বাচন না করানো যায়, তবে আগামীদিনে দিল্লির নির্বাচনেও দিল্লি পুলিশকে দিয়ে নির্বাচন করানো যাবে না। এটাও আমার দাবি থাকবে। আমি সেদিন দেখবো কমিশন কি নতুন নজির তৈরি করে?
তৃণমূল নেত্রী বলেন ‘তোমরা যাকেই সরাও না কেন সেও আমাদের লোক। একমাসের জন্য যাবে তাতে কিই যায় আসে?… একটা কাজ করো তোমরা ওবামাকে গিয়ে ধরো। ওবামা তোমাদের পুলিশ সাপ্লাই করে দেবে। আর তাদের নিয়ে শুধু গ্রামে গ্রামে ঘোরো। আর তারপরে তোমরা দেখো মা-ভাই-বোনেরা তোমাদের ভোট দিচ্ছে কি দিচ্ছে না?
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন