নির্বাচন নিয়ে হতাশায় আমেরিকানরা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে বড় দু’ রাজনৈতিক শিবিরে চলছে নানা জল্পনা-কল্পনা। তারপরও হোয়াইট হাউসের দৌঁড়ে শেষ হাসি কে হাসবেন তা জানতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ৮ নভেম্বর পর্যন্ত।
এ বছরের জুলাইয়ের মাঝামাঝিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ও মাইক পেন্স ভাইস প্রেসিডেন্ট চূড়ান্ত হন। একই মাসের শেষ সপ্তাহে ডেমোক্র্যাটদের কনভেনশনে প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিনটন ও ভাইস প্রেসিডেন্ট টিম কেইনের প্রার্থীতা চূড়ান্ত হয়।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘পাবলিক রিলিজিয়ন রিসার্চ ইনিস্টিটিউট’, শিকাগো বিশ্ববিদ্যালয়ের ‘ন্যাশনাল অপিনিয়ন রিসার্চ সেন্টার’ ও ‘পিউ রিসার্চ সেন্টার’র জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি আমেরিকান এখন কোনো দলের ওপরই আস্থা রাখতে পারছেন না। এ ধরনের জরিপ থেকে মার্কিনিদের অনাস্থা ভোট রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
প্রেসিডেন্সিয়াল বিতর্কের ৩টিতেই উত্তাপ ছড়িয়েছেন দু’ প্রার্থী। তবে গেলো সেপ্টেম্বরে পিউ রিসার্চ সেন্টার’র জরিপে দেখা যায়, নির্বাচন নিয়ে মার্কিনিদের মধ্যে আগ্রহ ও আশাবাদের চেয়ে হতাশা ও বিরক্তিই বেশি।
অক্টোবরের শেষ দিন পর্যন্ত বেশিরভাগ জনমত জরিপে এগিয়ে ছিলেন হিলারি ক্লিনটন। তবে ফ্লোরিডা, ওহায়ো বা নিউ হ্যাম্পশায়ারের মতো সুইং স্টেটগুলোর ভোটাররা কাকে ভোট দেবেন তা নিয়ে ধোঁয়াশা থাকছেই। এগুলোতে ট্রাম্পের অবস্থা ভালো। আর ১৩টি তীব্র প্রতিদ্বন্দ্বিতার অঙ্গরাজ্যে হিলারি সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে আভাস মিলেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন