নির্মাণ শ্রমিক থেকে ফ্রান্সের শিক্ষামন্ত্রী!

নাজাদ ভালাউদ বেলকাসেম ফ্রান্সের একজন রাজনীতিবিদ। তিনি ১৯৭৭ সালের ৪ অক্টোবর জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৫শে আগস্ট তাকে প্রথম শিক্ষামন্ত্রীর আসনে বসানো হয়।
সাত ভাই-বোনের মাঝে তিনি পরিবারে দ্বিতীয় সন্তান। তিনি মরক্কোর নি চিকার নামের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার নানী ও দাদী ছিলেন স্প্যানিশ ও আলজেরিয়ান নাগরিক। তার বাবা একজন নির্মাণ শ্রমিক ছিলেন। নাজাদ ১৯৮২ সালে তার বাবার সাথে কাজ শুরু করেন। সেখানে তার মা এবং বড় বোন ফাতিহাও কাজ করতেন। কাজের পাশাপাশি তিনি তার পড়াশোনা চালিয়ে যান।
২০০২ সালে প্যারিসের রাজনৈতিক ইন্সটিটিউট থেকে তিনি স্নাতক পাশ করেন। সেখানে তার সাথে বোরিস ভালাউদের দেখা হয়। তার সাথে তিনি ২০০৫ সালের ২৭শে আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
২০০২ সাল থেকে মূলত তিনি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তার। একের পর এক সকল বাঁধা পেরিয়ে আজ তিনি ফ্রান্সের শিক্ষামন্ত্রী।
ছবিতে দেয়া বামপাশের সেই ছোট্ট শিশুটি আজ ডানপাশের ছবির শিক্ষামন্ত্রী।
তিনি প্রমাণ করে দিয়েছেন, প্রবল ইচ্ছাশক্তির জোরে মানুষ যে কোন কিছু করতে পারে। তাই তো আজ তিনি তার যোগ্য স্থানে পৌঁছে গিয়েছেন। কোন বাঁধা তাকে রুখে দিতে সক্ষম হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন