নির্যাতন চলবে, কাঁটা দিয়ে কাঁটা তুলবেন ট্রাম্প
সন্ত্রাসবাদ দমনে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনে এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘সন্ত্রাসবাদ দমনে আমরা কাঁটা দিয়ে কাঁটা তুলব।’ আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, ‘সন্ত্রাসবাদ দমনে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে ওয়াটারবোর্ডিং (কাপড় দিয়ে মুখ বেঁধে পানি ঢেলে নির্যাতন) ব্যবস্থা কাজে লাগানো হবে। আমার বিশ্বাস এ ধরনের নির্যাতনের কৌশল কাজ করবে।’ তবে এই ইস্যু নিয়ে তাঁর মন্ত্রিসভার সদস্যরা কী বলেন সেটা শুনতে চান ট্রাম্প।
ট্রাম্প বলেছেন, ‘এটা নিয়ে আমি খুব বেশি উদ্বিগ্ন নই, আগুনের সঙ্গে লড়াই করার জন্য আমাদেরও আগুন রয়েছে। আমি ওয়াটাবোর্ডিংয়ের বিষয়ে জোর অনুভব করতে পারছি।’
নতুন প্রেসিডেন্ট আরো বলেন, জিজ্ঞাসাবাদের জন্য উন্নত কৌশল ব্যবহারের ক্ষেত্রে তিনি নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে দ্বিমত পোষণ করেন। জেমস ম্যাটিস উন্নত কৌশল ব্যবহার না করার সুপারিশ করেছেন।
এ ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক মাইক পম্পেও এ মাসের শুরুতে সিনেটরদের বলেন, এ ধরনের নির্যাতন কৌশল ব্যবহারের ওপর তিনি নিষেধাজ্ঞা আরোপ করবেন না। তিনি পরে আরো বলেন, ওয়াটারবোর্ডিং কৌশল ফিরিয়ে আনতে চান। বিশেষ অবস্থায় জিজ্ঞাসাবাদের জন্য উন্নত কৌশলও তিনি ব্যবহার করবেন।
ট্রাম্প বলেন, ‘আমি মাইক, ম্যাটিস ও আমার দলের প্রতি ভরসা রাখব। যদি তারা এটা (নির্যাতন) না করে, ঠিক আছে। আর যদি তারা এটা করতেই চায়, তবে তাঁদের পক্ষে থাকব।’
গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ৮ নভেম্বর অনুষ্ঠিত ভোটে ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটনকে ইলেকটোরাল কলেজ ভোটে হারিয়ে দেন তিনি।
দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই নতুন প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য বিদায়ী বারাক ওবামার বেশ কয়েকটি আদেশ বাতিল করে দেন। এর মধ্যে আছে স্বাস্থ্যবিষয়ক ‘ওবামাকেয়ার’। এ ছাড়া মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন। নর্থ ডাকোটায় তেল পাইপলাইন নির্মাণেরও ঘোষণা দিয়েছেন তিনি। যদিও বিক্ষোভের মুখে বারাক ওবামা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন।
এদিকে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিএনএনসহ বিভিন্ন সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজে ২০০৯ সালে বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানে উপস্থিত জনতার সংখ্যা বেশি দেখা যায়। তবে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন, সংবাদমাধ্যম মিথ্যাচার করছে। এমনকি ট্রাম্পও তাঁর টুইটারে সংবাদমাধ্যমের দিকে অভিযোগের তীর তোলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হিলারির পক্ষে জাল ভোট পড়েছে বলেও অভিযোগ করেছেন। নির্বাচনের আগেও তিনি এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। নির্বাচনে ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোট বেশি পেলেও হিলারি জনপ্রিয় ভোট বেশি পেয়েছেন। ট্রাম্পের সঙ্গে তাঁর ভোট ব্যবধান প্রায় ৩০ লাখ।
ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার দিনই যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। এদের বেশির ভাগই নারী। তারা ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেয়। ভোটগ্রহণের আগেই ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ আসতে থাকে। অনেক নারী সংবাদ সম্মেলনে যৌন হয়রানির অভিযোগ করেন। প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ার পরও তাঁর বিরুদ্ধে এক নারী যৌন হয়রানির মামলা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন