নিলামে পেলের হাজারো স্মারক
পেলে-ভক্তদের জন্য দারুণ সুখবর। নিলামে উঠতে যাচ্ছে ব্রাজিলের ফুটবল কিংবদন্তির প্রায় দুই হাজার স্মারক। যার মধ্যে উল্লেখযোগ্য জুলে রিমে ট্রফি ও তিনটি বিশ্বকাপ জয়ের পদক।
নিলামটির আয়োজক যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের জুলিয়েন’স অকশনস। লন্ডনে আগামী ৭ থেকে ৯ জুন তিনদিন ধরে চলবে এই নিলাম। তবে তার আগে ১ জুন থেকে স্মারকগুলো নিয়ে একটি প্রদর্শনী হবে।
নিলামে জুলে রিমে ট্রফিকে ঘিরে সবচেয়ে বেশি আকর্ষণ থাকার কথা। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর ফিফা ও মেক্সিকান সরকার মিলে শুধু পেলের জন্যই তৈরি করেছিল ট্রফিটা। জুলিয়েন’স অকশনসের আশা, জুলে রিমে ট্রফি বিক্রি করে চার থেকে ছয় লাখ মার্কিন ডলার পাওয়া যাবে। অবশ্য তার চেয়ে বেশি দামে বিক্রির সম্ভাবনাও আছে বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠানটি।
বিশ্বকাপের তিনটি পদক থেকে আসতে পারে দুই লাখ ডলার। যে বল দিয়ে পেলে এক হাজারতম গোল করেছিলেন, সেই বলও থাকবে নিলামে। বলটি ৪০ হাজার থেকে ৬০ হাজার ডলারে বিক্রি করার আশা করছে জুলিয়েন’স অকশন।
ইদানীং শরীরটা তেমন ভালো যাচ্ছে না ৭৫ বছর বয়সী পেলের। প্রোস্টেট আর নিতম্বে অস্ত্রোপচারের জন্য বারবার হাসপাতালে ছুটতে হয়েছে তাঁকে। এমন একটা উদ্যোগ নিয়ে অভিভূত ১২৮৩টি গোলের অবিশ্বাস্য রেকর্ডের মালিক, ‘নিজের সংগ্রহে থাকা বেশ কিছু জিনিস এরই মধ্যে আমি দান করে দিয়েছি। এবার ভক্ত আর সংগ্রাহকদের সামনে সুযোগ এসেছে আমার ইতিহাস গড়া কোনো জিনিসের মালিক হওয়ার। আশা করি এসব মূল্যবান শিল্পকর্ম সংগ্রহে রাখবেন তাঁরা। আর এগুলোর সঙ্গে জড়িয়ে থাকা আমার জীবনের গল্প ছড়িয়ে দেবেন নিজেদের সন্তান ও পরবর্তী প্রজন্মের মধ্যে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন