নিশ্ছিদ্র নিরাপত্তা বলতে কিছু নেই
যতই নিরাপত্তা ব্যবস্থা করা হোক না কেন, আসলে নিশ্ছিদ্র নিরাপত্তা বলতে কিছু নেই- এমন মন্তব্যই করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
উত্তরার খাল থেকে বিপুল অস্ত্র উদ্ধার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সোমবার সকালে ডিএমপির গণমাধ্যম শাখা অস্ত্র উদ্ধারের বিষয়ে কথা বলতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কালো রঙের নম্বর প্লেট বিহীন গাড়ি থেকে অস্ত্রভর্তি ব্যাগগুলো উত্তরার খালে ফেলে যাওয়া হয়। কিন্তু কিভাবে এতো গুলো চেকপোষ্ট পেরিয়ে এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও গাড়িটি উত্তরাতে প্রবেশ করলো? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘নিশ্ছিদ্র নিরাপত্তা বলতে আসলে কিছু নেই। কারণ আপনি যতই নিরাপত্তা বলয় তৈরি করেন না কেন, তার মধ্যে দুই এক ভাগ ফাঁক থেকেই যায়।’
তিনি বলেন, ‘অস্ত্রগুলো কোনো সাধারণ সন্ত্রাসীদের নয়। এটা রাজধানীতে বড় ধরনের নাশকতা ঘটনোর জন্য আনা হয়েছিলো। তবে আমাদের পুলিশের তৎপরতার কারণে অল্পের জন্য দেশবাসী বড় ধরণের নাশকতা হাত থেকে রক্ষা পেয়েছে।’
এসএমজির ম্যাগজিন পাওয়া গেলো, কিন্তু এসএমজি পাওয়া গেলো না কেনো- এমন এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘ম্যাগজিন উদ্ধারের পর ওই এলাকা ইঞ্চি ইঞ্চি করে অভিযান চালানো হয়েছে। কিন্তু অস্ত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘নম্বর প্লেট বিহীন গাড়িটির বিষয়ে আমরা অভিযান চালাচ্ছি। এরই মধ্যে আমরা সার্চ অভিযান শুরু করেছি। ওই গাড়িটির সন্ধান পেতে অনান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আসলে বলে কয়ে তো অভিযান হয় না। সন্ত্রাসী ধরতে অভিযান পরিচালনাটা আমাদের ডেইলি রুটিন ওয়ার্ক।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিতি ছিলেন, ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেনসহ অনান্য উর্দ্ধতন কর্মকর্তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন