‘নিষিদ্ধ’ প্রসূন অভিনয়ে ফিরেছেন আবার

গত একটা বছর একেবারেই স্বস্তিতে কাটেনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল প্রসূন আজাদের। প্রথমত, অস্ট্রেলিয়াপ্রবাসী স্বামী মোহাইমিন সানের সঙ্গে বিবাহবিচ্ছেদ। দ্বিতীয়ত, অভিনয়ে এক বছরের নিষেধাজ্ঞা। এরকম হলে কে ভালো থাকে বলুন?
তবে নতুন খবর হচ্ছে, এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন প্রসূন। রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় ‘যখন কখনো’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যে নাটকটির পাঁচ দিনের শুটিংয়েও অংশ নিয়েছেন। বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে এ ধারাবাহিকটি।
এ ব্যাপারে প্রসূন বলেন, ‘এই ধারাবাহিকে আমি বিউটি চরিত্রে অভিনয় করছি। যিনি একজন মডেল কো-অর্ডিনেটর। তুহিন ভাইয়ের নির্দেশনায় কাজ করতে ভালো লাগছে। এটা আমার অভিনীত দ্বিতীয় ধারাবাহিক। ধারাবাহিকটির কাজ আমি ভীষণ উপভোগ করছি। এখন শুধু মনোযাগ দিয়ে অভিনয় করে যেতে চাই।’
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচীর অভিযোগের ভিত্তিতে প্রযোজক ও অভিনয়শিল্পী সংগঠনের সম্মতিতে পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল প্রসূনকে।
অন্যদিকে, ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাইমিন সানের সঙ্গে গোপনে বিয়ে হয় অভিনেত্রী প্রসূন আজাদের। জানতেন না তার পরিবারও। সম্পর্কে তারা কাজিন। বিয়ের আগে এবং পরে অনেক দিনই সানের সঙ্গে সিডনিতেই ছিলেন প্রসূন। পরে চলতি বছরের ২৪ অক্টোবর বিয়ের খবর জানানোর আগে স্বামীর সঙ্গে ডিভোর্সের খবর জানান প্রসূন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন