নিষিদ্ধ প্রেমের নাম বদল, থাকছেন বিপাশাও
কয়েকদিন আগে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নির্মাতা রুবেল আনুশ ফেসবুকে বিপাশা কবিরের ছবি শেয়ার করে জানালেন চমক আছে। এরপর শোনালেন ‘প্রেম কাহন’ ছবির নাম। তবে কি রুবেল নতুন সিনেমা শুরু করছেন?
এ বিষয়ে জানতে চাইলে নতুন তথ্য দিলেন রুবেল। তিনি জানান, ‘নিষিদ্ধ প্রেমের গল্প’-এর নাম পাল্টে রাখা হয়েছে ‘প্রেম কাহন’। আর সিনেমাটিতে নতুন চরিত্রে হিসেবে যোগ হচ্ছেন বিপাশা।
এ অভিনেত্রীকে সচরাচর আইটেম গার্ল হিসেবে পাওয়া গেলেও ‘প্রেম কাহন’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে।
নাম বদল ও বিপাশার সংযুক্ত নিয়ে রুবেল জানান, সিনেমাটির গল্পে কিছুটা রদবদল করেছেন। তাই একটি নতুন চরিত্র যোগ হচ্ছে। সব মিলিয়ে পুরানো নামটি বাদ দিয়েছেন।
‘নিষিদ্ধ প্রেমের গল্প’-এ নায়িকা হিসেবে আছেন সিমলা। এখন কি সিনেমা ত্রিভূজ প্রেমে বদলে যাবে? সিমলা-বিপাশা দুইজনই মামুনের চেয়ে বেশি বয়সী। তবে কি একইরকম গল্পের পুনরাবৃত্তি ঘটবে?
এমন প্রশ্নে রুবেল বললেন, ‘এ রকম কিছু ঘটবে না। মামুনের ছোটবেলার গল্প আসবে সিনেমাতে। ওই সময়ের একটি চরিত্র করবেন বিপাশা। তাদের সম্পর্ক প্রেম নয়, মমতা-সিম্প্যাত্থির। শৈশবের ওই অনুভূতির উপর ভিত্তি করে সিনেমাটির গল্প এগুবে।’
চলতি মাসের শেষদিকে ‘প্রেম কাহন’-এর নতুন এ অংশের শুটিং শুরু হতে পারে।
মুক্তি প্রসঙ্গে রুবেল জানান, ২০১৭ সালের বৈশাখে দর্শকের সামনে আসতে পারে ‘প্রেম কাহন’।
২০১৪ আগস্টে শুরু হলেও নানা জটিলতায় ‘প্রেম কাহন’-এর চিত্রায়ন শেষ হয় চলতি বছরের আগস্টে। এবার আরেক দফা শিডিউল বাড়ল।
সিনেমাটিতে আরো আছেন আবুল হায়াত, শিমুল খান, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













