নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে ৮ সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল থেকে আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিসানুল হক।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদ এলাকার একটি মিছিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এডিসি জিসানুল হক বলেন, ধানমন্ডি ৮ নম্বরের তাকওয়া মসজিদ থেকে হিযবুত তাহরীরের সদস্যরা আকস্মিকভাবে একটি মিছিল বের করার চেষ্টা করে। এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তাদের ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলকারীরা বিভিন্ন গলিতে পালানোর চেষ্টা করে। এ সময়ে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থল থেকে আট জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসের মধ্যে হিযবুত তাহরীরের এটি দ্বিতীয় মিছিলের ঘটনা। এর আগে ৭ মার্চ রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় হিযবুত তাহরীরের একটি মিছিল টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সেখান থেকে ৩৪ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল।
গত ৭ মার্চ বায়তুল মোকাররম থেকে হিযবুত তাহরীর “মার্চ ফর খিলাফত” কর্মসূচি ঘোষণা করে এবং ঢাকার বিভিন্ন জায়গায় এ সংক্রান্ত পোস্টার দেখা যায়। মিছিলের সময় তারা খিলাফতভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পক্ষে স্লোগান দিতে থাকে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন