সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিস্তব্ধ কমলগঞ্জের রুপসশপুর গ্রাম: একটি দুর্ঘটনা, একই সাথে আটটি কবর !

নিস্তব্ধ কমলগঞ্জের রুপসশপুর গ্রাম বউ ঘরে তুলে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হল না । শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাবা ভাই ও স্বজনদের নিয়ে পছন্দের মেয়েকে বিয়ে করতে সড়কপথে দুটি মাইক্রোবাসে ঢাকা যাচ্ছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপশপুর গ্রামের মাওলানা আবু সুফিয়ান (২৬)। বিয়ে করে বউকে ঘরে তুলে মায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখাতে সিলেট যাবার কথা ছিল তার। তার আগেই শুক্রবার সকাল দশটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের শশই গ্রাম এলাকায় যাত্রীবাহী বাস এনা পরিবহনের আঘাতে বরের মাইক্রোবাসটি দুমড়ে মুছড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই বর, ভাই বাবাসহ সাতজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরেক বরযাত্রীর মৃত্যু হয়। ফলে আবু সুফিয়ানের আর বিয়ে করে বউ ঘরে তোলা হয়নি ও মাকে নিয়ে ডাক্তারও দেখানো হল না। রুপশপুর গ্রাম এখন শুধুই নিস্তব্ধ একটি গ্রাম। একই পরিবারভুক্ত চারজনসহ আটজনের মৃত্যুতে গ্রামবাসী যেন বাকরুদ্ধ হয়ে গেছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় মুন্সিবাজার ইউনিয়নের রুপশপুর গ্রামের আদিউর রহমান ওরফে সরফর মিয়া (৬০)-র ছেলে আবু সুফিয়ান (২৬), বরের চাচা মতিউর রহমান মুর্শেদ (৪২), মোর্শেদেরে ছেলে বরের চাচাতো ভাই আলী হোসেন (১২) বরের মামা হাজী আব্দুল হান্নান (৫৮), গ্রামবাসী দুরুদ মিয়া (৫৫), মোক্তাদির ওরফে মুকিত চৌধুরী(৬৫) ও মাওলানা সাইদুর রহমান (৪৫) মারা যান। হাজী আব্দুল হান্নান (৫৮), আলী হোসেন (১২), দুরুদ মিয়া (৫৫), ভাই মতিউর রহমান (৪২), মুকিত চৌধুরী (৬৫) ও সোহান মিয়া (৩৬)বরের পরিবার ভুক্ত চারজনসহ একই গ্রামের আটজনের আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামটি নিস্তব্ধ হয়ে যায়।

খবর শুনার পর রুপশপুর গ্রামে শুরু হয় শোকের মাতম। দুর্ঘটনায় আহত জাকির হোসেন (১৮) সোহান মিয়া (২৬) ও কামরান মিয়া (২০) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: কিশোলয় সাহা জানান এদের মাঝে জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার সন্ধ্যায় রুপশপুর গ্রামে গেলে নিহত বর আবু সুফিয়ানের মা জরিনা বেগম(৫০)-এর কান্নায় আকাশ যেন ভারী হয়ে উঠে।

কেঁদে কেঁদে সাংবাদিকদের বলেন, তিন ছেলের মাঝে সে বড় ছেলে ছিল। বিয়ে করে ঘরে ফিরে আনন্দ করার কথা ছিল। দুর্ঘটনায় এ আনন্দ শোকে পরিনত হল। শোক শুধু শোক নয় পুরো পরিবারটি এখন ধ্বংসের মুখে পড়ে গেল। গ্রামবাসী একই কবর স্থানে এক সাথে আটটি কবর খুড়ে প্রস্তুত। মরদেহ নিয়ে ফেরার পথে মুঠোফোনে মুন্সীবাজার ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড ইউপি সদস্য আবুল মিয়া এ প্রতিনিধিকে বলেন, রাত সাড়ে দশটায় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। ইউপি সদস্য আরও বলেন, হাসি খুশিতে ভলপুর গ্রাম একটি দুর্ঘটনায় হাঁসির বদলে কান্নায় ভরে গেছে। রুপসপুর গ্রামে হাজারো জনতা ভিড় করছে।

গ্রাম সূত্রে আরও জানা যায়, নিহত বর আবু সুফিয়ান ঢাকায় একটি মাদ্রাসায় পড়াশুনা করে আলেম পাশ করেছে। সে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে

গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন

মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ

মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাইভাবে আসা ২৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ করাবিস্তারিত পড়ুন

মৌলভীবাজারে টয়লেট থেকে মোবাইল তুলতে গিয়ে যুবকের মৃত্যু

টয়লেট থেকে মোবাইল তুলতে গিয়ে ট্যাংকিতে পড়ে জাকির হোসেন (২৪)বিস্তারিত পড়ুন

  • শ্বশুর বাড়ি থেকে স্ত্রী না ফেরায় শ্যালিকাকে কুপিয়ে হত্যা
  • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন
  • মৌলভীবাজারে ‘গণধর্ষিতা’ ছাত্রীর লাশের সন্ধান দিল মহিষ!
  • বাবার কবরের ওপর প্রতিবন্ধী ছেলের ঝুলন্ত লাশ
  • মৌলভীবাজারে বজ্রপাতে নারী চা শ্রমিকের মৃত্যু
  • মৌলভীবাজারের তিন ‘জঙ্গি’র দাফন সম্পন্ন
  • মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় বড় বিস্ফোরণ, মুহুর্মুহু গুলি
  • মৌলভীবাজারে ২ জঙ্গি আস্তানা ঘিরে ১৪৪ ধারা
  • মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘেরাও
  • বাঁশ অপসারণ করে স্লিপার বসানোর কাজ শুরু
  • প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২ জন
  • নিখোঁজ হওয়ার দুদিন পর চা-শ্রমিকের মরদেহ উদ্ধার