নিহত জঙ্গি অর্থদাতার স্ত্রীকে আসামি করে তিন মামলা


সাভারের আশুলিয়ায় র্যাবের জঙ্গিবিরোধী অভিযানে জেএমবির প্রধান অর্থ সহায়তাকারী নিহত হওয়ার ২৪ ঘণ্টা পর পৃথক তিনটি মামলা দায়ের করেছে র্যাব।
রবিবার রাত ৮টা ৩০ মিনিটে র্যাব-৪ সিপিসি-২ এর সহকারী উপপরিদর্শক আব্দুল আহাদ আশুলিয়া থানায় উপস্থিত হয়ে নিহত জেএমবি নেতা আইনুল হক ওরফে আব্দুর রহমানের স্ত্রী শাহনাজ আক্তার রুমিকে প্রধান আসামি করে মামলা তিনটি দায়ের করেন।
অস্ত্র, সন্ত্রাস দমন ও অপমৃত্যু আইনে মামলা তিনটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) আকবর আলী। তবে শাহনাজ বেগম অন্তঃসত্ত্বা হওয়ায় রিমান্ডের বিষয়টি এখনো নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
ওসি বলেন, নিহত জঙ্গির তিন শিশুসন্তানকে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত স্বজনদের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় নিহত জঙ্গির তিন শিশুকে সেফ হোমে পাঠানোর ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার বিকালে আশুলিয়ার বসুন্ধরা এলাকায় আমির মৃধা শাহিনের মালিকানাধীন বাড়িতে অভিযানের সময় নব্য জেএমবির অর্থযোগানদাতা আইনুল হক ৫ম তলা থেকে লাফ দিলে গুরুতর আহত হন। পরে ওই দিন রাতেই সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এসময় র্যাব তার বাসায় তল্লাশি চালিয়ে ৩০ লাখ টাকা, একটি বিদেশি পিস্তল, জিহাদি বই ও গোলা-বারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন


ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন













