নিহত জঙ্গি পুলিশ হত্যায় জড়িত ছিলেন : ডিবি
রাজধানীর হাজারীবাগে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত এক জঙ্গি সদস্য গাবতলী ও আশুলিয়ায় পুলিশ সদস্যদের হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ দাবি করেন।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগের শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন সন্দেহভাজন জঙ্গি নেতা নোমান ও জেএমবি সদস্য হিরন। হিরন পুলিশ সদস্যদের হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
ডিএমপির মুখপাত্র মনিরুল ইসলাম আরো দাবি করেন, নিহত নোমান নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ঢাকা পূর্বাঞ্চলের অপারেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতেন। শিয়া ও আহমদিয়া সম্প্রদায়ের ওপর বেশকিছু হামলার জন্য এই সংগঠনকে দায়ী করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. আহমেদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল গতরাত সাড়ে ১০টার দিকে কামরঙ্গীরচর এলাকা থেকে মো. আরমান, জাহিদ হাসান রানা ওরফে মোশাব এবং নূর মোহাম্মদ ওরফে লেংড়া মাস্টার নামের জেএমবির তিন জঙ্গিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিন জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবির বিশেষ দলটি তাদের নিয়েই রাজধানীর হাজারীবাগ ও শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের এলাকায় রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালায়। এ সময় সেখানে নোমান ও হিরনসহ অন্যরা গোপন বৈঠক করছিলেন বলে জানান মনিরুল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন জঙ্গিরা গ্রেনেড ছুড়ে মারেন। এ সময় আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় হিরন ও নোমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটার গান এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ মোটরসাইকেলটি আশুলিয়ায় পুলিশের চেকপোস্টে হামলার ঘটনায় ব্যবহার করা হয়েছিল। মনিরুল ইসলাম বলেন, মহররম মাসে পুরান ঢাকার হোসেনি দালানে গ্রেনেড হামলার ঘটনায় হিরন সরাসরি জড়িত ছিলেন। এ ছাড়া গাবতলী বাস টার্মিনালে পুলিশের সহকারী উপপরিদর্শক ইব্রাহিম হত্যার ঘটনায়ও তাঁর সরাসরি সম্পৃক্ততা ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন