নিহত ‘জঙ্গি’ মুকুলের দাফন সম্পন্ন
সাতক্ষীরা: ঢাকার খিলগাঁও এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত অভিজিত হত্যামামলার আসামি শরিফুল ইসলাম ওরফে মুকুল রানাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামে পারিবারিক কবরস্থানে মুকুলকে দাফন করা হয়। এসময় পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ছাড়াও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।
নিহত মুকুলের বাবা আবুল কালাম আজাদের দাবি, তার ছেলে খুব মেধাবী ছিল। সে কোনো রাজনীতি করত না। তবে ঢাকায় গিয়ে সে কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল কিনা তা তিনি জানেন না।
তিনি বলেন, তার ছেলেকে গত ফেব্রুয়ারি মাসে যশোরের বসুন্দিয়া বাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে সে ছিল নিখোঁজ। পরে সংবাদপত্র ও টেলিভিশনে ছবি দেখে তাকে শনাক্ত করেন তিনি।
তিনি বলেন, কোনো অপরাধ করে থাকলে তাকে দেশের প্রচলিত আইনে বিচার করতে পারত। কিন্তু বিচার না করে তাকে ‘ক্রসফায়ারে’ হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগের রাজনীতি করে তার ছেলে জঙ্গি সংগঠনের সাথে যুক্তÑ এটা তিনি মানতে পারছেন না।
তার বোন শারমিন সুলতানা রিনা ভাইয়ের মৃত্যুতে নির্বাক হয়ে ভাইকে চেয়ে চেয়ে দেখছেন আর বলছেন, আমার ভাই একজন মেধাবী ছাত্র। সে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে। কারো সাথে কোন দিন সে গোলমাল করেনি। সাতক্ষীরা সরকারি কলেজে সে ইংরেজিতে অনার্স পড়ত।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু
ফায়ার সার্ভিস, বনবিভাগ ও গ্রামবাসী একত্রে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জেরবিস্তারিত পড়ুন
কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্ত থেকে ৯ পিছ স্বর্ণের বারসহবিস্তারিত পড়ুন