নিয়োগ বিজ্ঞপ্তি: পুরুষ ও মহিলা নিয়োগ দিচ্ছে বর্ডার গার্ড
দেশসেবার সুযোগ দিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ৯০তম ব্যাচের জন্য সিপাহি পদে দেশের ৬৪ জেলা থেকেই পুরুষ ও মহিলা নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনের জন্য পুরুষ ও মহিলা প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। প্রার্থীদের মাধ্যমিকে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং উচ্চ মাধ্যমিকে জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ : সাধারণ পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে। অন্যদিকে উপজাতীয় পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে পারবে।
মহিলা : মহিলা প্রার্থীদের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। তবে উপজাতীয় মহিলাদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট এবং ওজন ৯৬ পাউন্ড হতে পারবে।
পুরুষ-মহিলা উভয়ের ক্ষেত্রেই দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
আবেদনকারীদের বয়স ৮ জানুয়ারি, ২০১৭ তারিখে ১৮ থেকে ২৩ বছর হতে হবে। প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে। পাশাপাশি অবেদনের জন্য সাঁতার জানতে হবে।
প্রার্থী নির্বাচন ও প্রশিক্ষণ
প্রার্থীদের প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।
বেতন ও ভাতা
নিয়োগপ্রাপ্ত সিপাহি প্রতি মাসে ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা বেতন পাবেন। পাশাপাশি বাড়িভাড়া, বাসস্থান ভাতাসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগামী ২১ থেকে ২৩ জুলাই-২০১৬ তারিখ পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করা যাবে।
বিস্তারিত তথ্যের জন্য দৈনিক ইত্তেফাক পত্রিকায় ১৮ জুলাই-২০১৬ তারিখে (পৃষ্ঠা-১৬) প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন