‘নীরজা’ দেখে অঝোরে কাঁদলেন আমির-ঋত্বিক
১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর পাকিস্তানের করাচি বিমানবন্দরে হাইজ্যাক চারজন সশস্ত্র জঙ্গি। লিবিয়ার মদতপুষ্ট আবু নিদাল অর্গানাইজেশনের সদস্য সেই জঙ্গিরা চেয়েছিল সেটিকে ইসরায়েলে উড়িয়ে নিয়ে গিয়ে কোনো উঁচু ভবনের সঙ্গে ধাক্কা মেরে বিরাট এক আঘাত হানতে।
মুম্বাই থেকে নামা প্যান অ্যামের ফ্লাইট ৭৩, বিমানটি করাচি ও ফ্রাংকফুর্ট হয়ে নিউইয়র্কের যাওয়ার কথা ছিল। ৩৬১ যাত্রী আর ১৯ ক্রু সদস্য ছিল বিমানে।
ওই বিমানের প্রধান ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন নীরজা ভানোত, যার ওপর ছিল বিমানের সব আরোহীর দেখাশোনা আর তাদের যাত্রাকে আরামদায়ক করে তোলার প্রধান দায়িত্ব। ভারতের চন্ডীগড়ে জন্মানো ২২ বছরের নীরজা ছিলেন একজন মডেলও।
ছিনতাই হওয়া বিমানটিতে জঙ্গিদের প্রথম নিশানা ছিল মার্কিন নাগরিকরা। যেখানে ৪১ জন মার্কিন নাগরিক ছিলেন। কিন্তু নীরজা ও তার সঙ্গী অ্যাটেনডেন্টরা মিলে প্রথমেই কৌশলে সেই মার্কিন নাগরিকদের পাসপোর্টগুলো লুকিয়ে ফেলেন, যেন জঙ্গিরা তাদের আলাদা করতে না পারে।
করাচি এয়ারপোর্টে ১৭ ঘণ্টা ধরে হাইজ্যাক করে রাখার পর বিমানের ভেতর জঙ্গিরা গুলি চালাতে ও বিস্ফোরক প্রয়োগ করতে শুরু করে, তখনই নীরজা ভানোত বিমানের ইমার্জেন্সি ডোর খুলে একে একে যাত্রীদের বাইরে বের করতে থাকেন। কিন্তু তিনটি বাচ্চাকে অসম সাহসিকতায় জঙ্গিদের বুলেটবৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে নিজের প্রাণটাকেই আর বাঁচাতে পারেননি তিনি।
আজ থেকে প্রায় তিরিশ বছর আগে নীরজার সেই অসম সাহসিকতা আর মানবিকতার এই অসাধারণ কাহিনি নিয়েই শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে একটি চলচ্চিত্র। ‘নীরজা’ নামে এ ছবিটির পরিচালক হলেন রাম মাধবানি। এই জীবনীভিত্তিক ছবিতে নীরজার ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
ভারতের চলচ্চিত্র জগতের দিকপালরা প্রায় সবাই মুক্তির আগে এই ছবিটির প্রিভিউ প্রিমিয়ার দেখে উচ্ছ্বসিত, প্রত্যেকেই টুইটারে বা সোশ্যাল মিডিয়াতে ‘নীরজা’ ছবির প্রশংসায় ফেটে পড়েছেন।
বলিউড তারকা ঋত্বিক রোশন ছবিটি দেখে টুইট করে বলেছেন, ‘অবিশ্বাস্য একটা পারফরম্যান্স! কোন ছবি দেখে শেষবার এতো কেঁদেছি, মনে করতে পারলাম না।’
আরেক তারকা আমির খানও ‘নীরজা’ দেখে একই রকম উচ্ছ্বসিত ও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনিও বলেছেন, ‘সকলের এই ছবিটা দেখা উচিত।’
গোটা ভারতও এখন রুদ্ধশ্বাস উত্তেজনায়। তিনদশক আগের এক অবিশ্বাস্য মানবিকতার চিত্রায়ন দেখার অপেক্ষায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন