নীরবের দেড় বছরের প্রেম পাচ্ছে পরিণতি

দেড় বছর ধরে প্রেম। সেই প্রেম এবার পরিণয়ে রূপ দিচ্ছেন জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি নীরব খান। বিয়ে করছেন চিত্রনায়িকা লাবণ্য লিজাকে।
আগামী ২৮ অক্টোবর রাজধানীর একটি রেস্তোরাঁয় দুই তারকার বিয়ের অনুষ্ঠান। অবশ্য আপাতত ছোটখাটো আয়োজনে বিয়ের পর্ব সারছেন নীরব। সেখানে শুধু পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নীরব। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
নীরব খান বলেন, ‘লাবণ্য ও আমাদের বাসা রাজবাড়ী জেলার একই এলাকায়। আমরা একই সঙ্গে বড় হয়েছি। ওর সঙ্গে আমার দেড় বছরের প্রেমের সম্পর্ক। বোঝাপড়াটাও ভীষণ ভালো। এ জন্য বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
নীরব খান বর্তমানে একটি বেসরকারি রেডিও স্টেশনের প্রোগ্রাম প্রধান। বিভিন্ন টেলিভিশনে নিয়মিত উপস্থাপনার পাশাপাশি এরই মধ্যে একশর বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ‘চটপটি’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তারেক মাহমুদ পরিচালিত সেই চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি।
অন্যদিকে লাবণ্য লিজা ‘গেম রিটার্ন’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। সেই ছবিতে লিজার বিপরীতে অভিনয় করেছেন আরেক অভিনেতা নিরব। লাবণ্য লিজা এ ছাড়া বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন