নীলফামারীতে দুই ডিলারের চাল বিক্রি বন্ধ করেছে প্রশাসন
নীলফামারীর ডিমলা উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচিতে ১০ টাকা কেজি দরে নিম্নমানের চাল বিতরণের অভিযোগে দুই ডিলারের চাল বিক্রি বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায় ঝুনাগাছ চাপানী ইউনিয়নে চাপানী বাজারের ডিলার ছামিনুর রহমান এবং চাপনীহাটের ডিলার আতাউর রহমানের চাল বিক্রি বন্ধ করে দেন।
এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়নে শুক্রবার সকাল হতে ১০টাকা কেজি দরের চাল বিক্রী হচ্ছিল ওই দুই ডিলালের দোকানে। এ সময় সুবিধাভোগীদের মাঝে পচা-দুর্গন্ধযুক্ত চাল জোরপূর্বক দেয়া হচ্ছিল। বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। দুপুরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র রায় সরেজমিনে এসে অভিযোগের সত্যতা পেয়ে ওই দুই ডিলারের চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেন।
ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাচ্ছেল হোসেন বলেন, “নিম্নমানের চাল বিতরণ করা হচ্ছিল এমন অভিযোগে সরেজমিনে এসে চাল বিতরণ বন্ধ করা হয়েছে।”
এব্যাপরে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, নিম্নমানের চাল বিতরণের অভিযোগে ওই দুই ডিলারের চাল বিক্রি বন্ধ রাখা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে, দোষী হলে ওই দুই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে
নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সীবিস্তারিত পড়ুন
নীলফামারীর জলঢাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু !
এম ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ- নীলফামারীর জলঢাকা উপজেলার ডোমার সড়কের দুন্দিবাড়িবিস্তারিত পড়ুন
নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
নীলফামারীর কিশোরগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহতবিস্তারিত পড়ুন