নীল বিকিনিতে নভ্যা। অস্বস্তিতে বচ্চন পরিবার। দেখুন সেই ভাইরাল হওয়া ছবি

নীলবসনা নভ্যা নাভেলি। আর সেই ছবিতেই মাত করে দিয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি। নভ্যা নাভেলির বিকিনি অবতার কিন্তু বচ্চন পরিবারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগেও বহুবার খবরের শিরোনামে এসেছিলেন তিনি। আবারও এলেন। তাঁর খুল্লমখুল্লা লাইফস্টাইল ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়। সেই সঙ্গে তিনি কিন্তু অস্বস্তিতেও ফেললেন তাঁর জগৎবিখ্যাত দাদুকেও। অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দাকে নিয়ে অতীতে কম শোরগোল হয়নি।
ছোটখাটো পোশাকে তাঁর ছবি ইন্টারনেট তোলপাড় করে ফেলে। তাঁর ছোট পোশাকের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়। আর সেই ছবি বচ্চন পরিবারের অস্বস্তির কারণ হয়ে ওঠে। এ তো জানা চেনা গল্প। এ হেন নভ্যাকে ফের অন্য অবতারে দেখা গেল। সেই ছবি ভাইরালও হয়ে গিয়েছে ইন্টারনেট দুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে বিকিনি পরিহিতা নভ্যা বাইচের উপরে বসে। পরনে তাঁর নীল রংয়ের বিকিনি। তাঁর শরীরের উর্ধ্বাংশেও রয়েছে নীল অন্তর্বাস। এককথায় নীলবসনা নভ্যা সবার স্বপ্নসুন্দরীতে পর্যবসিত হয়েছেন ইতিমধ্যেই।
এর আগেও নভ্যার পোশাকআশাক নির্বাচন বচ্চন পরিবারের চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছিল। বিকিনি-পরিহিতা নভ্যার ছবি নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। মাঝে তাঁকে নিয়ে কম কালি খরচ হয়েছিল। বছরের শেষে এসে আবারও সবাইকে আকর্ষণ করেছেন নভ্যা। বলাইবাহুল্য তাঁর বিকিনি-অবতার আবারও সবাইকে আকর্ষণ করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন