নুর ইস্যুতে রনি: তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না

পটুয়াখালী-৩ আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের নুরকে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এই নির্দেশনার বিষয়ে ওই আসনের সাবেক সংসদ সদস্য ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি বলেছেন,“তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কিছু হবে না।”
মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক প্রতিবেদনে সংবাদমাধ্যম প্রথম আলো এই তথ্য জানিয়েছে।
গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠি দিয়ে বিএনপি নেতাকর্মীদের পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) নুরুল হককে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন। এই আসন থেকে তার নির্বাচন করার গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে। এই চিঠি প্রকাশ পাওয়ার পর পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া শুরু হয়।
এদিকে পটুয়াখালী-৩ আসনে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে গোলাম মাওলা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৮ সালে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হন। তিনি আবারো সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইতে পারেন বলে আলোচনা আছে।
চিঠি প্রসঙ্গে জানতে চাইলে গোলাম মাওলা রনি বলেন, “আসলে বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না, আপনাদের কাছ থেকে শুনেছি। আর এটা নিয়ে আমার কোনো প্রতিক্রিয়াও নেই। তবে রাজনীতিতে আওয়ামী লীগ যেমন শেখ হাসিনা অল-ইন-অল, তেমনি বিএনপিতে তারেক রহমান সাহেবের সিদ্ধান্তই চূড়ান্ত। এর বাইরে কিছু হবে না।”
নুরুল হক এখন তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি উল্লেখ করে গোলাম মাওলা আরও বলেন, “উনি (তারেক রহমান সাহেব) যদি ওখানে (পটুয়াখালী-৩) মনোনয়ন দিতে চান কিংবা বরিশাল বিভাগে সমন্বয়ক হিসেবে জনাব নুরকে দায়িত্ব দিতে চান, এখন এটার সাথে ওনার কী আলাপ হয়েছে বা কী সিদ্ধান্ত, এটা আসলে দলের কারো প্রশ্ন করার মতো প্রয়োজনও নেই, দরকারও নেই, কারো সাহসও নেই।”
তিনি বলেন, “আমি তো বিএনপির কমিটিতে নেই। কোনো সিঙ্গেল কমিটিতেও নেই। আমাকে উনি (তারেক রহমান) কিছু বলেননি। আমাকে যদি বলতেন, আপনিও যান নুরু সাহেবের সঙ্গে গিয়ে এলাকায় তার পক্ষে কাজ করেন, তখন আপনি প্রশ্ন করতে পারতেন। কিন্তু এখনো আমাকে কিছু বলেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন