নুসরাতকে নিয়ে পালাচ্ছিলেন দেব!
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মালবাজারের চানমাড়ি সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে তখন ব্যাপক যানজট। মানুষের ভিড়ের চোটে তখন তিন ধারণের জায়গা নেই। রোজকার যানবাহন তো বটেই, হর্ন বাজিয়ে ক্লান্ত অ্যাম্বুল্যান্সের চালকও। রোগীকে নিয়ে নিয়ে ঠিক সময় হাসপাতালে না পৌঁছলে কেলেঙ্কারি বেঁধে যাবে। এদিকে আমজনতাকে কে বোঝাবে সে কথা ? তারা যে তখন ব্যস্ত ওদের দুজনের পালাবার দৃশ্য দেখতে। মানে চানমাড়ির রেললাইন ধরে যে তখন নুসরাতকে নিয়ে পালাচ্ছিলেন দেব। কেউ ওদের বাধা তো দেনইনি। বরং দু’জনকে পালাতে সাহায্য করেছেন সকলে। এরই মধ্যে শোনা গেল দু’টো কথা। “কাট। নাইস শট।” মালবাজারে চলছে দেব নুসরতের ছবির শুটিং। নাম না জানা সেই ছবির শুটিং চলছে দিনের বেলায়, চড়া রোদে। দেব নুসরত ছাড়াও শুটিং করছেন টলিউডের বেশ কয়েকজন শিল্পী। আর প্রিয় নায়ক নায়িকাকে চোখের দেখা দেখতে শুটিং স্পটে ভিড় করেন জলপাইগুড়ির ভক্তরা। ভক্তদের সরাতে হিমসিম খেতে হয়েছে পুলিশকেও।
এই সংক্রান্ত আরো সংবাদ
ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন
অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন
৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন