নূর হোসেনের কাছে ষাটোর্ধ্ব এই নারীর একটিই প্রশ্ন
ষাটোর্ধ নূরজাহান, প্রায় ১৮ মাস ধরে অপেক্ষা করছিলেন নূর হোসেনের জন্য।টেলিভিশনের খবরে নূর হোসেনের দেশে ফেরার কথা শোনে শারীরিক অক্ষমতাকে ঠেলে তিনি শুক্রবার সকালে নারায়নগঞ্জের মহানগর মেজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে ছুটে আসেন। সেখানে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে।
এ সময় নূরজাহান সাংবাদিকদের বলেন, আমি শুধু নূর হোসেনের কাছে একটিই প্রশ্ন করতে চাই, সে কেন আমার ছেলেকে হত্যা করলো? আমার ছেলে কি অপরাধ ছিল? নারায়নগঞ্জের বহুল আলোচিত সেভেন মার্ডারের ঘটনায় হত্যার শিকার ইব্রাহিমের, তিনি আইনজীবী চন্দন সরকারের গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করতেন।গেল বছরের ১৭ এপ্রিল আইনজীবী চন্দনসহ অন্য সাতজনের ছয়জনের সাথে ইব্রাহিমকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে অভিযুক্তরা। ইব্রাহিম ছিল নূরজাহানের পরিবারের জীবিকানির্বাহের একমাত্র অবলম্বন।ইব্রাহিমকে হারিয়ে পরিবারটি এখন ছন্নছাড়া হয়ে পড়েছে। মানববেতর জীবনযাপন করছে তারা। তাই তিনি আজ নূর হোসেনের কাছে তার আদরের সন্তান ইব্রাহিমকে হত্যার কারণ জানতে আদালতে আসেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড থেকে নাসিক কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে র্যাব-১১ এর একটি দল। এর তিন দিন পর ৩০ এপ্রিল ৬ জন ও ১ মে একজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা দুটি মামলার তদন্ত শেষে র্যাব-১১ এর সাবেক তিন কর্মকর্তা ও নূর হোসেনসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে মামলার তদন্তকারী সংস্থা জেলা ডিবি পুলিশ। প্রধান আসামী নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রায় ৬ কোটি টাকার র্যাবকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন