‘নূর হোসেনকে প্রশ্ন করুন, হত্যাকাণ্ডের নেপথ্যে কারা?’
ভারত থেকে ফেরত আনা নারায়ণগঞ্জরে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অন্যদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।
বৃহস্পতিবার রাতে বেনাপোল সীমান্তে নূর হোসেনকে হস্তান্তর প্রক্রিয়া চলাকালে নারায়ণগঞ্জে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে এই দাবি জানান তিনি।
সেলিনা বলেন, ‘দেশে ফেরত আনার তার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, ওই হত্যাকাণ্ড আর কারা কারা জড়িত? পরিকল্পনাকারী কারা, তা বের করা হোক।’
তিনি বলেন, ‘আমার স্বামীর সঙ্গে র্যাবের কোনো বিরোধ ছিল না। তাই তাকে (নূর হোসেন) জিজ্ঞাসাবাদ করে পরিকল্পনাকারীদের কথা তার মুখ থেকে বের করা হোক।’
২০১৪ সালের আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শেষে র্যাবের সাবেক তিন কর্মকর্তা ও নূর হোসেনসহ ৩৫ জনকে আসামি করে এই বছর আদালতে অভিযোগপত্র দেন ডিবির পরিদর্শক মামুনুর রশীদ।
তবে হত্যাকাণ্ডের পর সেলিনা যে মামলা করেছেন, তার কয়েকজন আসামির তালিকা থেকে বাদ পড়লে তাতে নারাজি আবেদন দেন সেলিনা। তবে তার ওই আবেদন আদালতে গৃহীত হয়নি।
সেলিনার মামলার আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, ঠিকাদার হাসমত আলী হাসু, বিএনপি নেতা ইকবাল হোসেন ও সদ্য আওয়ামী লীগে যোগদানকারী আনোয়ার হোসেন আশিককে অভিযোগপত্রে বাদ দেওয়া হয়।
এদিকে, নূর হোসেনকে ঢাকা আনার পর নারায়ণগঞ্জ পুলিশ ও সাতখুন মামলার তদন্তকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে শুক্রবারই বাদ জুমা আদালতে তোলা হবে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেছেন, নূর হোসেনের বিরুদ্ধে ৭ খুনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। পুলিশ তাকে আদালতে সোপর্দ করবে। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
অধিনায়কদের কেন ছেড়ে দিল আইপিএলের ৫টি দল?
যার নেতৃত্বে গত মৌসুমে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) জিতলো কলকাতাবিস্তারিত পড়ুন
ঢাবি শিক্ষার্থীদের ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আল্টিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ঢাকার সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিলেরবিস্তারিত পড়ুন
নতুন কোচ পেলো ম্যানচেস্টার ইউনাইটেড
গুঞ্জন ডালপালা মেলার আগেই তা ছেঁটে দিয়ে নতুন কোচের নামবিস্তারিত পড়ুন