নূর হোসেনসহ ৩ জনের যুক্তিতর্ক উপস্থাপন

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন, তার গাড়িচালক মিজানুর রহমান দিপু, চাকরিচ্যুত র্যাব কর্মকর্তা এমএম রানাসহ তিনজনের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টা হতে দুপুর সোয়া ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে যুক্তিতর্কে আসামিপক্ষের আইনজীবীরা তাদের পক্ষের আসামিদের নির্দোষ দাবি করেন।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার নূর হোসেনের পক্ষে মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট খোকন সাহা, অবসরে পাঠানো নৌ-বাহিনী কর্মকর্তা চাকরিচ্যুত এমএম রানার পক্ষে আব্বাসউদ্দিন ও নূর হোসেনের গাড়িচালক মিজানুর রহমান দিপুর পক্ষে লুৎফর রহমান আকন্দ যুক্তিতর্ক তুলে ধরেন।
তাদের মধ্যে খোকন সাহা আদালতকে বলেন, চাঞ্চল্যকর দুটি মামলায় ১০৬ জন সাক্ষ্য দিলেও কেউ নূর হোসেনের নাম বলেনি। তাছাড়া হত্যাকাণ্ডে নূর হোসেন জড়িত এমন কোন সুস্পষ্ট প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। অপর দুই আসামিপক্ষের আইনজীবীরাও নির্দোষ প্রমাণে যুক্তিতর্ক তুলে ধরেন।
নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, বুধবার (৩০ নভেম্বর) আবারও যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণ করা হয়। তিনদিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পৃথক দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা ৩৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তাদের মধ্যে বর্তমানে র্যাবের ৮ সদস্যসহ ১২ জন পলাতক রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন