সাত খুন মামলার প্রধান আসামি
নূর হোসেনের মুক্তির দাবিতে আদালতের বাইরে স্লোগান
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আজ সোমবার আদালতে হাজির করা হয়। একটি চাঁদাবাজি মামলায় সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে তাঁকে হাজির করা হয়। এ সময় আদালতের বাইরে তাঁর মুক্তির দাবিতে সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়।
এই সমর্থকরা মূলত নূর হোসেন নিয়ন্ত্রণ করতেন, এমন বিভিন্ন ব্যবসার শ্রমিক এবং তাঁর হয়ে পরিবহন থেকে চাঁদা আদায়কারীরা। প্রতিবারই যখন নূর হোসেনের আদালতে হাজিরার দিন থাকে, তখন এদের আদালত চত্বরে আসতে দেখা যায়। তবে কেউ এদের সংগঠিত করে নূর হোসেনের মুক্তির দাবি জানাতে নিয়ে আসছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
নূর হোসেনকে হাজির করার সময় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাঁকে আনার সময়ও কঠোর পাহারা ছিল। প্রিজনভ্যান থেকে ডাণ্ডা-বেড়ি ও হেলমেট পরিয়ে নামানো হয় নূর হোসেনকে। এ ছাড়া বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘিরে ছিলেন তাঁকে।
শুনানি শেষে পরবর্তী হাজিরার জন্য ১১ জানুয়ারি দিন ধার্য করেন বিচারক। অবশ্য এ সময় আদালতে নূর হোসেনের পক্ষে বা বিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে আদালতের বাইরে নূর হোসেনের সমর্থকরা তাঁর মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে।
২০১৪ সালের ১৫ মার্চ নূর হোসেনের বিরুদ্ধে ২০ হাজার টাকা চাঁদাবাজির মামলা করেন সিদ্ধিরগঞ্জের অটোরিকশা মালিক সাইদুল ইসলাম। পরে ওই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। সেখানে প্রধান আসামি হিসেবে রয়েছে নূর হোসেনের নাম। আজ মামলাটির শুনানিতেই তাঁকে আদালতে হাজির করে পুলিশ।
সাত খুনসহ নূর হোসেনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।
নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে গত ১২ নভেম্বর ভারত থেকে ফেরত আনা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন