রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নৃত্যশিল্পী সুবর্ণার আত্মহত্যা নিয়ে বন্ধু-সহকর্মীরাও বিস্মিত

সুবর্ণা সাহা (৩২)। সিলেট নগরীর কাজলশাহ এলাকার ৫২/৩ নং বাসায় মৃত সুবধ রঞ্জন সাহার ছোট মেয়ে। সিলেটের নৃত্য সংগঠন নৃত্যশৈলীর নৃত্যশিল্পী ও কথাকলি থিয়েটারের নাট্যকর্মী ছিলেন তিনি। এছাড়াও সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন।

গতকাল বুধবার সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

কিন্তু ঠিক কী কারণে সুবর্ণা আত্মহত্যা করলেন তা এখনো ধোঁয়াশা। বন্ধু, সহকর্মী বা পরিবারের লোকেরা কেউই কিছু অনুমান করতে পারছেন না। তার হঠাৎ এই আত্মঘাতি হওয়া নিয়ে সবাই বিস্মিত।

পরিবারিক সূত্রে জানা গেছে, সুবধ রঞ্জন সাহা ও রসময় উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মমতা সাহা’র ছোট মেয়ে সুবর্ণা সাহা’র শৈশব কাটে নগরীর দাড়িয়াপাড়ায়। সেখানে থেকে তিনি রসময় স্কুল থেকে প্রাইমারি, সিলেট অগ্রগামি বালিকা স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক, সিলেট মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা লাভ করেন। পরবর্তীতে তার পরিবার নগরীর কাজলশাহ এলাকায় চলে যান। সেখানে থেকে তিনি সিলেট এমসি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন করেন।

বেশ কয়েক বছর আগে সুবর্ণা বাবাকে হারান। ২০১০ সালে তার একমাত্র বড় বোন সুমনা সাহার বিয়ে হয়ে যায়। এরপর থেকে মাকে নিয়ে কাজলশাহ এলাকার ৫২/৩ নং বাসা বসবাস করতেন।

ছোটবেলা থেকেই সুবর্ণা সাহা সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত। এভাবেই নৃত্যশিল্পী হয়ে ওঠেন। সর্বশেষ নৃত্যশৈলীর নৃত্যশিল্পী ও কথাকলি থিয়েটারের নাট্যকর্মী হিসেবে কাজ করতেন।

গতকাল বুধবার সন্ধ্যায় মাকে বোনের বাসায় পাঠিয়ে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি। বড় বোন সুমনা সাহা’র বাসা থেকে ফিরে মা মমতা সাহা সুবর্ণাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

সুবর্ণার বড় বোন সুমনা সাহা জানান, সুবর্ণার আত্মহত্যার কোন কারণ তাদের জানা নেই। তার চলাফেরায়ও আত্মহত্যা করার কোনো প্রবণতা লক্ষ্য করা যায়নি।

তিনি আরো জানান, বুধবার বিকেলে সুবর্ণা তার মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন। মাকে ডাক্তার দেখানোর পর নিজে ডাক্তার দেখান। মাকে চেম্বারের বাহিরে বসিয়ে রেখে তিনি একা ডাক্তারের কক্ষে প্রবেশ করেন।

সুমনা বলেন, ডাক্তারের কাছ থেকে ফেরার পথে মাকে আমার বাসায় রেখে সুবর্ণা বাসায় ফিরে। পরে মা বাসায় ফিরে তার ঝুলন্ত লাশ দেখতে পান। এছাড়াও সুবর্ণার কক্ষে স্বাক্ষর করা একটি ব্ল্যাঙ্ক চেক পাওয়া গেছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার নগরীর কাজলশাহ এলাকার ৫২/৩ নং বাসায় গিয়ে দেখা গেছে, শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে অনেকেই তাদের বাসায় ছুটে এসেছেন। বন্ধু বান্ধবদের অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন।

নাম প্রকাশ না করার শর্তে সুবর্ণার এক স্বজন জানান, সুবর্ণা সব সময় নীরব থাকতেন। খুব কম কথা বলতেন। তবে কী কারণে আত্মহত্যা করলেন বলা মুশকিল।

সুবর্ণার এক বান্ধবী বলেন, সুবর্ণা শান্ত প্রকৃতির মেয়ে ছিল। সে সাংস্কৃতিক অঙ্গনের একজন সংগঠক ছিল।

সুবর্ণার এক সহকর্মী জানিয়েছেন, গত মঙ্গলবার অসুস্থবোধ করায় স্কুল থেকে ছুটি নিয়ে চলে গিয়েছিলেন তিনি। তবে গতকাল বুধবার আর স্কুলেও যাননি। তিনি প্রায়ই বলতেন, এই পেশা তার ভালো লাগছে না।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুবর্ণার মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করা হয়েছে। এছাড়াও সুবর্ণনর দুলাভাই বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুবর্ণা কি কারণে আত্মাহত্যা করেছে এটা এখনো জানা যায়নি। তবে এটা জানার চেষ্টা করা হচ্ছে।’

বৃহস্পতিবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সুবর্ণার মরদেহ নিয়ে যাওয়া হয় নাইওরপুলস্থ সিলেট রামকৃষ্ণ মিশনে। সেখানে প্রার্থনা শেষে শেষকৃত্য সম্পন্নের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় চালিবন্দরস্থ শ্মশানঘাটে। সেখানে বিকেল ৪টার তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত

দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন

সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে  দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন

সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে

গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন

  • অনাবৃষ্টি, তীব্র রোদে সংকটে সিলেটের চা-বাগানগুলো
  • বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
  • হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
  • মৌলভীবাজারে ২৯০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ
  • বাঁধ নির্মাণ শুরু হয়নি হাওরে, নীতিমালা বদলালেও
  • নিহতদের পাঁচজনই মাদ্রাসাছাত্র: পাথর তুলতে গিয়ে
  • সিলেটে বন্যার উন্নতি হলেও পিছু ছাড়ছে না দুর্ভোগ
  • সিলেটে দোকানে দোকানে পানি, ব্যবসায়ীদের মাথায় হাত
  • সিলেটে মৃদু ভূমিকম্প
  • সিলেটে ঢলের পানিতে শিশুসহ চার ও বজ্রপাতে একজনের মৃত্যু
  • ১০ ঘণ্টা পর সিলেটের পথে রেল চলাচল শুরু
  • সিরাজগঞ্জে ‘খাদ্যে বিষক্রিয়ায়’ মা-ছেলের মৃত্যু