বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নেইমারকে আড়াল করে ব্রাজিলের জয়ের নায়ক পাউলিনহো

নেইমারকে সামলানোর কোনো উপায় যে নেই তা আগেই জানতেন অস্কার তাবারেজ। কিন্তু পাউলিনহো যে এভাবে জ্বলে উঠবেন তা কি করে জানবেন উরুগুয়ের কোচ! নেইমারকে আড়াল করে ব্রাজিলের জয়ের নায়ক চীনের ক্লাব গুয়াংঝু এভারগ্রান্দের এই মিডিফল্ডার।

নেইমারকে আটকানো নিয়ে ম্যাচের আগেই অসহায়ত্বের কথা জানিয়েছিলেন উরুগুয়ের কোচ তাবারেজ। বাঁ প্রান্ত দিয়ে নেইমার উরুগুয়ের রক্ষণে কাঁপনও ধরিয়েছেন। তবে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের টিকিট পাওয়ার প্রান্তে নিয়ে যেতে মূল ভূমিকা রেখেছেন পাউলিনহোই। এই ম্যাচ খেলতে নামার আগে বিশ্বকাপ বাছাইপর্বে তার গোল ছিল মাত্র একটি। উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলকে ৪-১ ব্যবধানে জেতাতে আজ শুক্রবার একাই তিন গোল করলেন পাউলিনহো।

ব্রাজিল আর আগের সেই ব্রাজিল নেই, এই আক্ষেপ ব্রাজিলের সমর্থকদের অনেক দিনের। পেলে-গারিঞ্চা বা জিকো-সক্রেটিসদের যুগের সেই জোগো বনিতো ফিরে পাওয়ার আশা মানুষ অনেক আগেই ছেড়ে দিয়েছে। মাঝে হারিয়ে গিয়েছিল ব্রাজিলের ফুটবলের শিরা-উপশিরায় থাকা জয়ের নেশাটাও। তিতের অধীনে জয়ের সেই নেশাটা ফিরে পেয়েছে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে আজ যেন আরেকবার তা দেখালেন নেইমাররা। তিতে দায়িত্ব নেওয়ার পর টানা সপ্তম জয়ের আনন্দে ভাসল ব্রাজিল।

আট মিনিটে এডিনসন কাভানির পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। স্বাগতিক গ্যালারিতে তখন উৎসবের ঢেউ উছলে পড়ছে। কিন্তু গোল খেয়ে যেন জেগে ওঠেন নেইমাররা। আর সেই জেগে ওঠার ফলও পেয়ে যান দ্রুতই। ২০ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরায় ২৫ গজ দূর থেকে পাউলিনহোর বুলেট গতির শট। উরুগুয়ের সীমানায় বল পেয়ে দারুণ এক পাস দিয়ে গোলটিতে অবদান রাখেন নেইমার।

গোল পেয়ে যেন আরও উজ্জীবিত হয়ে ওঠেন নেইমার-দানি আলভেজরা। উরুগুয়ের রক্ষণকে ব্যস্ত করে তোলেন গ্যাব্রিয়েল জেসুসের জায়গায় খেলতে নামা ফিরমিনোও। গোল খেয়েও অবশ্য দমে যায়নি স্বাগতিকেরা। ব্রাজিলের রক্ষণেরও কঠিন পরীক্ষা নেন কাভানি-রোলানরা। গোলরক্ষক আলিসনের দুটি অসাধারণ সেভের কল্যাণেই ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যেতে পারে ব্রাজিল।

ব্রাজিল
দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিক গ্যালারিতে স্তব্ধতা নামিয়ে আনেন পাউলিনহো। ফিরমিনোর শট দারুণ দক্ষতায় ঠেকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি উরুগুয়ের গোলরক্ষক। বল এসে পড়ে বক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা পাউলিনহোর পায়ে। সহজেই তা জালে জড়ান তিনি। এগিয়ে যাওয়ায় যেন একটু গা-ছাড়া ভাব চলে আসে ব্রাজিলের খেলায়। এই সুযোগে বেশ কিছু ভালো আক্রমণও করে উরুগুয়ে। কিন্তু সফল হতে পারেনি স্বাগতিকেরা। উল্টো ৭৪ মিনিটে দারুণ এক গোল করে ব্যবধান ৩-১ করেন নেইমার। মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে নেইমারকে বল দিয়েছিলেন মিরান্দা। প্রথম ছোঁয়াতেই বলটি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি সঙ্গে থাকা ডিফেন্ডারকে ছিটকে ফেলেন নেইমার। এরপর দারুণ এক চিপে বলটি গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান। যোগ করা সময়ে হ্যাটট্রিক গোলটি করেন পাউলিনেহা।

বড় এই জয়ে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে আছে ব্রাজিল। চার দিন পর নিজেদের মাঠে প্যারাগুয়ের বিপক্ষে জিতলেই নিশ্চিত হয়ে যাবে রাশিয়া ২০১৮ বিশ্বকাপের মূলপর্বের টিকিট। সূত্র: সনি ইএসপিএন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি