নেইমারকে ছাড়াই প্রস্তুত বার্সেলোনা
কোয়ার্টার ফাইনালে জুভেন্টাসের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ জয়ের আশা শেষ হয়ে গেছে বার্সেলোনার। নিজেদের সর্বশেষ ম্যাচে সেই হারের ক্ষত এখনো শুকায়নি কাতালানদের। এরই মধ্যে এবারের মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হচ্ছে বার্সাকে। আর এখানেও দুর্ভাগ্য তাড়া করে ফিরছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবকে। রিয়ালের বিপক্ষে বাঁচা-মরার এ লড়াইয়ে তারা মাঠে পাচ্ছে না আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র নেইমারকে।
লা লিগার ম্যাচে রেফারিকে ব্যঙ্গ করার দায়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকাকে এল ক্ল্যাসিকোর আগে ফিরে পাওয়ার জন্য বেশ দৌড়ঝাঁপও করেছিল বার্সেলোনা কর্তৃপক্ষ। কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। শেষ পর্যন্ত দর্শক হয়েই থাকতে হচ্ছে নেইমারকে। তবে তাঁকে ছাড়াও বার্সা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন কোচ লুইস এনরিকে। এল ক্ল্যাসিকোর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘নেইমার থাকুক বা না থাকুক, আমরা পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নামব। দলের একজন খেলোয়াড়ের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ক্লাব যা করছে, সেটা আমার কাছে সঠিকই মনে হচ্ছে। আমাদের ম্যাচ শুরু হওয়ার আগপর্যন্ত অপেক্ষা করতে হবে নেইমারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে আসার জন্য।’
লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচ বার্সার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হেরে গেলে বা ড্র করলেও লা লিগার শিরোপা জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে যাবে কাতালানদের। অন্যদিকে জয় পেলে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান অনেকটাই কমিয়ে ফেলতে পারবে লুইস এনরিকের শিষ্যরা। ৩২ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে বার্সা আছে দ্বিতীয় স্থানে। আর এক ম্যাচ কম খেলেই রিয়ালের সংগ্রহ ৭৫ পয়েন্ট। ফলে এটাই যে লা লিগায় বার্সার ‘ফাইনাল’ ম্যাচ, তা সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন এনরিকে, ‘এই ম্যাচ দিয়েই লা লিগার শিরোপার জয়-পরাজয় নির্ধারণ হয়ে যেতে পারে। কোনো সন্দেহ নেই যে, এটা আমাদের জন্য ফাইনাল ম্যাচ। এই ম্যাচের পরেই আমরা বুঝতে পারব যে লা লিগার শিরোপা জয়ের সম্ভাবনা আমাদের আছে কি না।’
আজ বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন