নেইমারকে নিয়ে ব্রাজিল-বার্সা টানাটানি
২০১৩ সালে বার্সেলোনাতে যোগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই নেইমার হয়ে উঠেছেন দলের অপরিহার্য সদস্য। ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার ট্রেবল জয়ের পেছনে বড় অবদান ছিল এই ব্রাজিলিয়ান তারকার। এমন এক খেলোয়াড়কে খুব যত্ন করেই সামলে রাখতে চায় বার্সা। আর এ নিয়ে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সঙ্গে রশি টানাটানিও করতে হচ্ছে কাতালান ক্লাবটিকে।
এ বছর দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ব্রাজিল। জুনে কোপা আমেরিকা ও আগস্টে রিও অলিম্পিক। নেইমারকে দুই প্রতিযোগিতাতেই পেতে চায় ব্রাজিল। কিন্তু বার্সেলোনা এ প্রস্তাবে বেঁকে বসেছে। তারা যেকোনো একটি প্রতিযোগিতার জন্যই ছাড়তে চায় নেইমারকে। এ নিয়ে বেশ ভালোই দ্বন্দ্ব চলছে ব্রাজিল ও বার্সেলোনার।
পাঁচবার বিশ্বকাপ শিরোপা জিততে পারলেও এখন পর্যন্ত একবারও অলিম্পিকের সোনা জিততে পারেনি ব্রাজিল। নিজ দেশে আয়োজিত অলিম্পিকে এবার সেই আক্ষেপ ঘোচানোর সর্বোচ্চ চেষ্টাই করবে সেলেসাওরা। আর এ জন্য নেইমারকেও খুব করে প্রয়োজন ব্রাজিলের। কিন্তু অলিম্পিক ফিফা আয়োজিত কোনো প্রতিযোগিতা না হওয়ায় নেইমারকে ছাড়ার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই বার্সেলোনার ওপর। ফলে ব্রাজিল যদি নেইমারকে অলিম্পিক দলে অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে কোপা আমেরিকায় তাদের খেলতে হবে এই তারকা ফরোয়ার্ডকে ছাড়া।
নেইমার নিজে অবশ্য ব্রাজিলের জার্সি গায়ে দুটি প্রতিযোগিতাতেই খেলার ইচ্ছা পোষণ করেছেন। কিন্তু কোনো বিশ্রাম না নিয়ে এভাবে খেলতে থাকলে ইনজুরির কবলে পড়তে পারেন, এ আশঙ্কা থেকেই নেইমারকে ছাড়তে চাইছে না বার্সেলোনা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন