নেইমারকে পেতে সর্বোচ্চ ব্যয়
সাম্প্রতিক সময়গুলোতে নেইমারের দলবদল নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে বাজারে। এরই ধারাবাহিকতায় এবার ব্রাজিলের অধিনায়ক নেইমারকে পেতে অন্যান্য ক্লাব থেকে বেশি খরচ করতে চায় ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। দলটির কোচ লরা ব্লা’র বরাত দিয়ে এমনই খবর ছড়িয়েছে বাজারে। গণমাধ্যমকে তিনি বলেছেন, নেইমারকে পেতে তার ক্লাব বছরে ৪০ মিলিয়ন ইউরো খরচ করতে চায়। ইতোমধ্যে অবশ্য নেইমার বলেছেন যে, তিনি কাতালান ক্লাব বার্সেলোনায় অনেক ভালো আছেন।
পিএসজি নেইমারকে বছরে ৪০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত। সেই বিনিময়ে তাকে বার্সেলোনা ছেড়ে আসতে হবে। নেইমারকে পিএসজি মেসি-রোনালদোর মতো বড় তারকা করে গড়ে তুলতে চায় বলেও জানিয়েছে।
খেলোয়াড় কেনাবেঁচায় অনেকদিন ধরেই পিএসজি আর্থিক সীমাবদ্ধতার মধ্যে ছিল। তবে সেটা এই বছর কিছুটা শিথিল করে দেওয়া হচ্ছে। এই সুযোগে নেইমারকে নিজেদের দলে ভেড়াতে চায় টেবিলের শীর্ষে থাকা পিএসজি। তবে তারা কাতালান ক্লাব বার্সেলোনার সাথে সমঝোতার ভিত্তিতেই এগোতে চায় এ ব্যাপারে।
কাতালান ক্লাব বার্সেলোনার সাথে নেইমারের চুক্তি ২০১৮ সালে শেষ হবে। তবে বার্সার সাথে নেইমারের চুক্তির মেয়াদ বাড়তে পারে বলেও শোনা গেছে। আর এতে নেইমারেরও সম্মতি আছে। এখন শুধু অপেক্ষা চুক্তি স্বাক্ষরের। আর এর মাঝে আর কোনো নতুন চুক্তি সম্পন্ন হয়নি।
প্রসঙ্গত, নেইমারকে বছরে ১৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। আর ২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন