নেইমারকে রুখতে পরিকল্পনা করছে হন্ডুরাস!
প্রথম তিন ম্যাচে গোলের দেখা পাননি। চতুর্থ ম্যাচে এসে প্রথম গোল করেছেন। কিন্তু এটাও ঠিক নেইমার যেকোনো দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিতে জানেন। অলিম্পিক ফুটবলের সেমিফাইনালের ম্যাচের আগে তাই হন্ডুরাস কোচের কপালে ভাঁজ।
অভিজ্ঞ কোচ ঠিকই জানিয়ে দিচ্ছেন, নেইমারকে ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার রুখে দেবে তার দল। নেইমারের কাঁধে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে প্রথম অলিম্পিক ফুটবল সোনা জেতানোর ভার। ২৪ বছরের এই বার্সেলোনা তারকা প্রথম দুই ম্যাচের ধাক্কার পর দলকে ঠিকই পথে ফিরিয়েছেন।
কিন্তু রিওর মারাকানা স্টেডিয়ামে তাদের কক্ষপথ থেকে ছিটকে ফেলার সাহসী উচ্চারণ হোর্হে লুই পিন্তোর কণ্ঠে। “নেইমারকে কিভাবে সামলাতে হবে তা নিয়ে বিস্তর ভেবেছি আমি। কে তাকে মার্ক করবে তা ঠিক করছি।”
পিন্তো ভেনেজুয়েলার ক্লাব দেপোর্তিভো তাচিরার কোচ ছিলেন ২০১০-১১ তে। তখন নেইমার ব্রাজিলের ক্লাব সান্তোসে। এরপর ২০১৪ থেকে কলম্বিয়ান লিজেন্ড পিন্তো হন্ডুরাসের কোচ। এই দুই দায়িত্বে তিনি সামলেছেন নেইমারকে। ৬৩ বছরের কোচ সেই অভিজ্ঞতা থেকেই বলেছেন, “দেপোর্তিভো চাহিরা ও হন্ডুরাসের দায়িত্বে থেকে তাকে সামলেছি ভালো ভাবে।”
খেলাটা ব্রাজিলের মাঠে। কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ১ গোলে হারিয়ে ভাগ্যকে সাথে নিয়ে সেমিতে হন্ডুরাস। পিন্তো জানেন, তার দলের সামনে প্রতিকূল পরিস্থিতিতে কঠিন পরীক্ষা।
আত্মবিশ্বাস নিয়েই পিন্তো বলেছেন, “পুরো ৯০ মিনিট ব্রাজিলের সমর্থকরা তাদের দলকে সমর্থন দেবে জানি। কিন্তু হন্ডুরাস মানসিক দিক দিয়ে তৈরি। ব্রাজিলের ফুটবল সম্পর্কে আমার দারুণ শ্রদ্ধা। কিন্তু শুধু সমর্থক ও জার্সির রংয়ের জোরে এবার তারা জিততে পারবে না।”
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন