নেইমারের অর্থের হিসাব গোপনের বিষয়ে পুনরায় তদন্তের নির্দেশ
ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমারের সান্তোস থেকে বার্সেলোনায় দলবদলে প্রকৃত অর্থের হিসাব গোপন করা হয়েছে কি’না সে বিষয়ে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে স্পেনের উচ্চ আদালত। শুক্রবার এ বিষয়ে আদালতের পক্ষ থেকে একটি রুল জারি করা হয়।
২০১৩ সালে সান্তোস ছেড়ে বার্সেলোনায় নাম লিখান নেইমার। সে সময় তার দলবদলের জন্য যে অর্থের পরিমাণ দেখানো হয়েছিল, পরবর্তীতে তা চ্যালেঞ্জ করে স্পেনের আদালত। আদালতের অভিযোগ, কর ফাকি দেয়ার জন্য ট্রান্সফার ফির প্রকৃত অর্থের হিসাব গোপন করেছে ক্লাব কর্তৃপক্ষ।
পরবর্তীতে বিষয়টি নিয়ে স্পেন এবং ব্রাজিলে আলাদা তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা না মেলায় নেইমারের বাবা, তার এজেন্ট এবং দুই ক্লাব সভাপতিকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। তবে গেল জুনে এই সিদ্ধান্ত নিলেও শুক্রবার অধিকতর তদন্তের জন্য আদালত বিষয়টির ওপর আবারো রুল জারি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন