নেইমারের আপিল খারিজ, লড়াই চালিয়ে যাবে বার্সা
রেফারিকে ব্যাঙ্গ করার শাস্তি হিসেবে নেইমারের ওপর ২ ম্যাচ খেলার নিষেধাজ্ঞা প্রত্যহার হচ্ছেনা সহসাই। এই রায় চ্যালেঞ্জ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে আপিল করেছিল বার্সেলোনা। কিন্তু তার আপিল খারিজ করে দেওয়া হয়েছে। সুতরাং সাজা কমার সহসা কোনো সম্ভাবনা নেই। তবে হাল ছাড়তে নারাজ বার্সেলোনা। এল ক্ল্যাসিকোতে নেইমারকে খেলানোর মরিয়া চেষ্টা থেকে এবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ক্রীড়া আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে কাতালান ক্লাবটি।
গত ৮ এপ্রিল মালাগার বিপক্ষে লা লিগার ম্যাচে লাল কার্ড দেখতে হয়েছিল নেইমারকে। এজন্য এমনিতেই এক ম্যাচ নিষিদ্ধ হতেন তিনি। কিন্তু মাঠ ছেড়ে যাওয়ার সময় রেফারির দিকে ব্যঙ্গাত্মক হাততালি দেওয়ায় আরও ২ ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি। ফলে আগামী ২৩ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্ল্যাসিকোয় খেলা হচ্ছে না ব্রাজিল সুপারস্টারের।
এই শাস্তির বিরুদ্ধেই রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) আপিল কমিটির কাছে করেছিল বার্সা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যাওয়ায় শাস্তি কমেনি নেইমারের। এবার শেষ চেষ্টা হিসেবে আরএফইএফের ক্রীড়া আদালতে আজই আপিল আবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্সা। এখন দেখার বিষয় নেইমারের ভাগ্যে কী আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন