নেইমারের বার্সায় থাকা নিয়ে নিশ্চিত ইনিয়েস্তা

নেইমারকে নিতে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব আগ্রহ দেখিয়েছে এমন খবর বেরিয়েছে৷ কিন্তু ওই খবরের সত্যতা উড়িয়ে দিয়েছেন অ্যান্দ্রে ইনিয়েস্তা৷ বার্সেলোনার মিডফিল্ডারটি রীতিমতো বাজি ধরে বলেছেন নেইমার কোথাও যাচ্ছেন না ৷ ব্রাজিল অধিনায়ক বার্সেলোনাতেই খেলবেন৷
ইনিয়েস্তার মতে ব্রাজিল অধিনায়ককে পেতে এসব ক্লাবের আগ্রহী হওয়াটা স্বাভাবিক। তবে নেইমার কাম্প ন্যুতেই থাকবেন বলে মনে করেন তিনি।
ইনিয়েস্তা বলেন,‘‘আমি বাজি ধরতে পারি, নেইমার এখানেই থাকবেন৷’’ একইসঙ্গে তিনি বলেন,‘‘গুরুত্বপূর্ণ ক্লাবগুলো নেইমারকে পেতে চাইবেই। কিন্তু আমি মনে করি, সে যেখানে আছে সুখে আছে। আমার চাইছি নেইমার আমাদের সঙ্গেই থাকুন৷ গত মরশুমে ও যেভাবে খেলেছে ঠিক সেভাবেই খেলে যাক এটাই চাইছি৷’ উল্লেখ্য,গত মরশুমে ৪৯ ম্যাচে ৩১ গোল করে বার্সেলোনাকে ঘরোয়া ফুটবলের ডাবল জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন নেইমার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন