নেইমারের বার্সা ক্যারিয়ার বাঁচিয়ে দিয়েছেন মেসি!
বার্সেলোনার ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে না পারার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও নেইমার যোগ করতে পারছিলেন কিছুই। হতাশায় ভেঙে পড়াটা তাই স্বাভাবিক ছিল তার জন্য। কঠিন ওই অবস্থা থেকে তাকে টেনে তুলেছিলেন কে জানেন? লিওনেল মেসি।
সান্তোসের এক ফুটবলার। নামটা শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। ব্রাজিলিয়ানরা যার মাঝে খুঁজে পেয়েছিল পেলের ছায়া। ফুটবল বিশ্বে তাই নেইমার নামটা ছড়িয়ে যেতে সময় লাগেনি খুব একটা। আগামীর তারকাকে নিয়ে আলোচনারও কমতি ছিল না। দলবদলে মৌসুম শুরুর আগে কত আলোচনা যে হয়েছে তাকে ঘিরে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউইনাইট, আর্সেনাল-ইউরোপের কোনও বড় ক্লাবের নাম বাদ যায়নি আর। যদিও সবাইকে পেছনে ফেলে ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ডকে দলে নিয়ে নেয় বার্সেলোনা।
কিন্তু যে আশার আলো জ্বেলে তিনি যোগ দিয়েছিলেন ন্যু ক্যাম্পে, সেটা কোনোভাবেই পারছিলেন না পূরণ করতে। ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনা নাম লেখানোর পর নিষ্প্রভ এক নেইমারকেই আবিষ্কার করে বিশ্ব। কাতালান ক্লাবটির ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে না পারার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও যোগ করতে পারছিলেন কিছুই। হতাশায় ভেঙে পড়াটা তাই স্বাভাবিক ছিল নেইমারের জন্য। কঠিন ওই অবস্থা থেকে তাকে টেনে তুলেছিলেন কে জানেন? লিওনেল মেসি। আমেরিকান সংবাদমাধ্যম ‘সিএনএন’কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার নিজেই বলেছেন এমনটা।
মেসি-নেইমারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা অজানা থাকার কথা নয় কারও। মাঠ কিংবা মাঠের বাইরে তাদের সম্পর্কের রসায়নটা দারুণ। যদিও শুরুর দিকে তো আর এমনটা ছিল না। তখন নিজের পারফরম্যান্স নিয়েই বেশি ভাবতে হয়েছে নেইমারকে। সান্তোস থেকে বার্সার আসার পর কিছুইতেই যখন নিজের সেরাটা সামনে আনতে পারছিলেন না ব্রাজিলিয়ান তারকা, তখন মনমরা হয়ে বসে থাকলেন ড্রেসিংরুমের এক কোণায়। বার্সেলোনার ক্যারিয়ারটাও তখন পড়ে গিয়েছিল তার সংশয়ে।
কঠিন ওই পরিস্থিতি জয় করতে পেরেছেন তিনি মেসির সাহায্যে। কিভাবে? শুনুন তার মুখেই, ‘মেসিকে নিয়ে দারুণ একটা গল্প আছে আমার। (ন্যু ক্যাম্পের) শুরুর দিকটা মোটেও আমার ক্যারিয়ারের ভালো সময় ছিল না। ঠিক ওই মুহূর্তে লিও সাহায্য করেছিল আমাকে। ও দেখতো আমি মন খারাপ করে বসে আছি মাথা নিচু করে, কোনও কিছুই আসলে ভালো যাচ্ছিল না। তখন লিও আমাকে বলেছিল, নিজের মতো করে খেলা চালিয়ে যেতে, আমি যেটা পারি, সেটাই করতে।’ মেসির বলা কথাগুলো তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে জানালেন কথার পরের অংশে, ‘ওর কথাগুলো খুব কাজে দিয়েছিল। ওই সময় ও আমাকে খুব সাহায্য করেছিল। সে এমন এক ব্যক্তি, যাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন