নেইমারের মাইলফলকে বার্সার বড় জয়
নিষেধাজ্ঞার কারণে দলে নেই অন্যতম তারকা মেসি। কিন্তু দলকে এই তারকার অভাব বুঝতে দিলেন না অপর তারকা নেইমার। আর এ ম্যাচেই বার্সার হয়ে নিজের শততম গোল করেছেন তিনি। ব্রাজিলিয়ান এই তারকার দুর্দান্ত পারফরমেন্সে গ্রানাডাকে ৪-১ গোলে হারিয়েছে বার্সা।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের মাঠে গোছানো ফুটবল খেলতে থাকে বার্সা। ম্যাচের ২৫ মিনিটে সুয়ারেজের শট ক্রসবারে লাগে আর তা থেকে ফিরতি বল নেইমার জালে পাঠালেও অফসাইডে তা বাতিল করে দেন রেফারি।
বিরতির ঠিক আগে দলকে লিড এনে দেন দুর্দান্ত ফর্মে থাকা সুয়ারেজ। ম্যাচের ৪৪ মিনিটে জর্দি আলবার বাড়ানো বল ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান এই তারকা।
বিরতি থেকে ফিরে সমতায় ফেরে স্বাগতিক গ্রানাডা। দ্রুত গতিতে বার্সা রক্ষণকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান ফরাসি মিডফিল্ডার বোগা। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে নেইমার-সুয়ারেজরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৬৪ মিনিটে আবার দলকে লিড এনে দেন বদলি হিসেবে নামা আলকাসের।
ম্যাচের ৬৪ মিনিটে সুয়ারেজের উঁচু করে বাড়ানো বল পেয়ে ডি-বক্সে ঢুকে দলকে ফের এগিয়ে স্প্যানিশ এই ফরোয়ার্ড। ম্যাচের ৮২ মিনিটে আগবো দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। পরের মিনিটেই রাকিটিকের শট সাউনিয়েরের পায়ে লেগে নিজেদের জালে জড়ালে স্কোরলাইন ৩-১ হয়ে যায়।
শেষ পাঁচ মিনিটে আর দুটি গোলে সুযোগ পায় বার্সা। যোগ করা সময়ে জালের দেখা পান নেইমার। সুয়ারেজের পাস ফাঁকায় পেয়ে বার্সার হয়ে নিজের শততম গোল করেন ব্রাজিলিয়ান এই তারকা। এই জয়ের পর ২৯ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৬।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন