নেইমারের সঙ্গে ব্রাজিলের অলিম্পিক স্কোয়াডে কস্তা

ঘরের মাঠে অনুষ্ঠিত রিও অলিম্পিক টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। কোচ রজেরিও মিকেলের ঘোষিত ওই স্কোয়াডে দলীয় অধিনায়ক নেইমারের সঙ্গে রয়েছেন দগ্লাস কস্তা এবং পালমেইরাসের ৩৮ বছর বয়সি গোলরক্ষক ফের্নান্দো প্রাস।
পাঁচটি বিশ্বকাপ শিরোপা ঘরে তুললেও অলিম্পিকে কখনো সোনা জেতা হয়নি ব্রাজিলের। তাই ঘরের মাঠের এবারের আসরে সেই অপূর্ণতা ঘোচাতে চায় সেলেসাওরা। ঘরের মাঠের অলিম্পিকে পুরোটা দিতে কোপা আমেরিকা টুর্নামেন্টে মাঠে নামানো হয়নি নেইমারকে। এক মাসের বিশ্রাম শেষে আবার এই অলিম্পিক টুর্নামেন্টের জন্য মাঠে নামছেন বার্সেলোনা তারকা।
অলিম্পিকে সোনা জয় নিয়ে নেইমার বলেন, ‘অলিম্পিকে সোনা জয়টা অবিশ্বাস্য হবে। এটি জিততে পারলে কখনো ভুলা যাবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন জয়ের জন্য আমরা নিজেদের সেরাটা দিতে চাইবো।’
ব্রাজিলের রিও অলিম্পিকের স্কোয়াড: গোলরক্ষকঃ ফের্নান্দো প্রাস, ইলসন।
ডিফেন্ডার: লুয়ান, রদ্রিগো কাইয়ো, মারকুইনস, দগ্লাস সান্তোস, জিকা, উইলিয়ান,
মিডফিল্ডার: রাফিনহা, রদ্রিগো দুয়ারদো, ফ্রেড, থিয়াগো মায়িয়া, ফিলিপ অ্যান্ডারসন।
ফরোয়ার্ড: নেইমার, দগ্লাস কস্তা, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসাস, লুয়ান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন