নেইমারের স্নাইপার উদযাপন, হতে পারে শাস্তি!

লিওনেল মেসির শাস্তির বিতর্ক কাটতে না কাটতেই নতুন আলোচনার জন্ম দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেছেন বার্সা তারকাও। এরপরই নেইমার এমন এক কাজ করে বসেন, যাতে করে তাঁর ওপর শাস্তির খড়্গ নেমে আসতে পারে। প্যারাগুয়ে ম্যাচে গোল করার পর কর্নার ফ্ল্যাগ তুলে নিয়ে বন্দুক চালানোর ভঙ্গিতে উদযাপন করেন নেইমার। এই উদযাপন নিয়েই উঠেছে প্রশ্ন। ফিফার নিয়ম অনুযায়ী উত্তেজনা বা বিতর্ক হতে পারে এমন উদযাপন নিষিদ্ধ। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় শাস্তি পাবেন নেইমার।
এর আগে লাইন্সম্যানের সঙ্গে অশোভন আচরণ করায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। এবার নেইমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ফিফা। নেইমার সমালোচকরা এমনটাই দাবি করছেন। নেইমারের সেই উদযাপন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সরব হয়ে উঠেছেন অনেকে। সমালোচকরা মনে করছেন, এ ঘটনায় নেইমারের শাস্তি হলে সেটি একটি উদাহরণ হয়ে থাকবে।
বিতর্কিত গোল উৎসবের জেরে শাস্তির মুখে পড়তে হয়েছে অনেককেই। ১৯৯৯ সালে লিভাপুলের বরি ফ্লাওয়ার এভারটনের বিপক্ষে গোল করার কর কোকেন গ্রহণের মতো উদযাপন করেন। এ ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ হন তিনি। ফ্রান্সের তারকা ফুটবলার নিকোলাস আনেলকা বিতর্কিত স্যালুট করে ওয়েস্ট ব্রম থেকে ছাঁটাই হয়েছিলেন। নাৎসি স্টাইলে স্যালুট করে আজীবন নিষিদ্ধ হন গ্রিসের এক উদীয়মান ফুটবলার। এবার দেখা যাক নেইমারের ভাগ্যে কী জোটে!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন