নেইমার ও আমাকে পরিপক্ব হতে হবে : ব্রাজিল কোচ

বলিভিয়ার বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়, ব্রাজিলের জন্য গর্ব করার মতোই। তবে বড় জয়ের ম্যাচ থেকেও অনেক কিছুই শেখার আছে সেলেকাওদের! ব্রাজিল কোচ তিতে মনে করেন, বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করতে নেইমারসহ দলের সবাইকে আরো পরিপক্ব হতে হবে। এমনকি নিজেকেও রাখলেন সেই পরিপক্ব হওয়ার দলে।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে রেফারির পারফরম্যান্সে সন্তুষ্ট নন ব্রাজিল কোচ! বেশ কয়েক ম্যাচ পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন তিনি। আন্তর্জাতিক ম্যাচে যা কাম্য নয়, ব্যাপারটা বুঝতে বাকি নেই তিতেরও।
তাছাড়া ম্যাচটিতে মেজাজ হারিয়ে ফেলেন নেইমার। তাকে আটকাতে বলিভিয়ার আসোগু ফাউল করে বসেন। আর তখনই মাথা গরম করে ঝামেলায় জড়িয়ে পড়ে কার্ড দেখেন নেইমার। এ নিয়ে বাছাইপর্বে তিনটি হলুদ কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হন নেইমার। তাই ১২ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে পারবেন না বার্সেলোনা ফরোয়ার্ড।
ভেনেজুয়েলার বিপক্ষে দলের সেরা খেলোয়াড়কে না পাওয়ায় বিরক্ত তিতে, এটা বলার অপেক্ষা রাখে না। রেফারি নয়, বরং নিজেদের নিয়েই ভাবলেন তিনি। পরিস্থিতিভেদে আচরণ ঠিক করা উচিত বলে মনে করেন ব্রাজিল বস। বলেন, ‘আমরা- নেইমার ও আমাকে পরিপক্ব হতে হবে এজন্য যে এই ধরনের পরিস্থিতি আমরা সহ্য করতে পারছি না। ম্যাচে এসব তো ঘটেই থাকে। কার্ড নিয়ে এমন আচরণ করা ঠিক না।’
তবে আত্মপক্ষ সমর্থনও করলেন তিতে। ব্রাজিল কোচ আরো যোগ করেন, ‘আপনি বলতে পারেন ওটা ঠিক আছে। ফাউল ম্যাচেরই অংশ এবং এটা রেফারির সমস্যা। একজন কোচ হিসেবে আমারও তো দায়িত্ব আছে, খেলোয়াড়দের নির্দেশনা দেওয়া।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন