রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নেইমার নাটক চলছেই

ফুটবলারদের কর ফাঁকির একের পর এক অভিযোগে যখন টালমাটাল স্পেনের ফুটবল অঙ্গন, তখন একটা সুখবরই পেলেন নেইমার। প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দিলে কত পাবেন, তার ওপর কর কত বসবে সেই চিন্তা শুরুর আগে অতীতের একটা দুশ্চিন্তা দূর হলো এই ব্রাজিলিয়ান তারকার। নিজ দেশে কর ফাঁকির অভিযোগ থেকে রেহাই পেয়েছেন নেইমার। তাঁর বাবা, নেইমার সিনিয়রের ভাষ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত সান্তোস, বার্সেলোনা ও স্পন্সরদের থেকে আয়ের ওপর ধার্য কর না দেওয়ায় যে বিশাল অঙ্কের কর ফাঁকির অভিযোগ তাদের ওপর আনা হয়েছিল, সেই অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।

একটি বিবৃতিতে নেইমারের বাবা জানিয়েছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কেন্দ্রীয় প্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছিল, তা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন সরকারিভাবেই এই অভিযোগের তদন্ত কার্যক্রম বন্ধ। এতেই প্রমাণিত হয়, আমরা আইনের পথেই ছিলাম। এই চার বছরে আমাদের পরিবারের দিকে অনেক অভিযোগের তীর এসেছে। আমাদের অনেক ভুগতে হয়েছে। তবে আইনের ওপর আমাদের আস্থা ছিল এবং এটাই প্রমাণ করে যে দেশে এখনো আইনের শাসন আছে। এটা স্পষ্ট যে আমরা একটা পয়সাও কর ফাঁকি দিইনি। এখন আমরা শান্তিতে নিজেদের কাজটা করতে পারব। ’

ওদিকে নেইমার বার্সেলোনায় থেকে যাচ্ছেন বলে টুইট করে বেকায়দায় জেরার্দ পিকে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাঁর ছবি গণমাধ্যম হয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। এতে করে নেইমারের থাকা-না থাকা নিয়ে যে দ্বিধা; তাতে আরো ইন্ধন জুগিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের আগে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান খোলাসা করলেন পিকে, ‘তার সঙ্গে আমার যে কথা হয়েছিল আর আমি যেটা ধারণা করেছিলাম; সেসবের ওপর ভিত্তি করে ওটা ছিল আমার ব্যক্তিগত মত। ক্লাবের তরফ থেকে অফিশিয়াল কোনো ঘোষণা নয়। সে থাকছে কি থাকছে না, সেটা বলার আমি কেউ নই। ’ পিকের এই টুইটে নেইমারের ঘনিষ্ঠজনরা খেপেছেন—এমন আশঙ্কাও উড়িয়ে দিলেন তিনি, ‘আমি নেইমার ও তার বন্ধুদের সঙ্গে একই রুমে ছিলাম কাল (পরশু) রাতে। সে একদমই রাগ করেনি, বরং খুশিই ছিল। আমরা কথা বলেছি, আমাদের সম্পর্কটা অনেক গাঢ়। আমরা শুধু সতীর্থই নই, বন্ধুও। ’ পিকে মনে করেন, পিএসজিতে গিয়ে নেইমার যদি চ্যাম্পিয়নস লিগ জিততে না পারেন, তাহলে যথার্থ মর্যাদাটা পাবেন না এই ব্রাজিলিয়ান। একই সংবাদ সম্মেলনে নেইমারের আরেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো অবশ্য বলেছেন, নেইমারকে বলা হয়েছে দল পালটানোর লাভ-লোকসানটা ভালোভাবে খতিয়ে দেখতে। তার কাছ থেকে আরো জানা গেছে; লিওনেল মেসিসহ সব খেলোয়াড়ই নেইমারকে বলেছেন থেকে যেতে। মেইল, এএফপি

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি